বাগেরহাট প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগ নেতা মো. রেজাউল ইসলাম রাজু। আজ বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি পদে আছেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রেজাউল ইসলাম রাজু। জেলা কৃষক লীগের সহসভাপতির পদে থেকে বিএনএমের মনোনয়নের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনএমের জেলা কমিটির সদস্য, নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছি। আর কৃষক লীগের জেলার সহসভাপতি।’
একসঙ্গে দুই দলের নেতা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমি আমার এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এখান থেকে নমিনেশন (মনোনয়ন) নিয়েছি।’ কৃষক লীগ থেকে পদত্যাগ করিনি জানিয়ে রেজাউল ইসলাম রাজু বলেন, ‘নির্বাচিত (এমপি) হলে হয়তো কৃষক লীগ থেকে পদত্যাগ করব।’
তার কাছে বিএনএম দলের জেলা সভাপতির নাম জানতে চাইলে তিনি জানাতে পারেননি। বলতে পারেননি কেন্দ্রীয় মহাসচিব বা নেতাদের কারও নাম। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা সোলাইমান শিকদার নামের এক যুবক এসে নিজেকে বিএনএমর জেলা কমিটির সভাপতি দাবি করেন। তিনি বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনি মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু জেলা কৃষক লীগের সহসভাপতির পদে রয়েছেন। তিনি দল থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুনেছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগ নেতা মো. রেজাউল ইসলাম রাজু। আজ বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি পদে আছেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রেজাউল ইসলাম রাজু। জেলা কৃষক লীগের সহসভাপতির পদে থেকে বিএনএমের মনোনয়নের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনএমের জেলা কমিটির সদস্য, নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছি। আর কৃষক লীগের জেলার সহসভাপতি।’
একসঙ্গে দুই দলের নেতা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমি আমার এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এখান থেকে নমিনেশন (মনোনয়ন) নিয়েছি।’ কৃষক লীগ থেকে পদত্যাগ করিনি জানিয়ে রেজাউল ইসলাম রাজু বলেন, ‘নির্বাচিত (এমপি) হলে হয়তো কৃষক লীগ থেকে পদত্যাগ করব।’
তার কাছে বিএনএম দলের জেলা সভাপতির নাম জানতে চাইলে তিনি জানাতে পারেননি। বলতে পারেননি কেন্দ্রীয় মহাসচিব বা নেতাদের কারও নাম। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা সোলাইমান শিকদার নামের এক যুবক এসে নিজেকে বিএনএমর জেলা কমিটির সভাপতি দাবি করেন। তিনি বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনি মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু জেলা কৃষক লীগের সহসভাপতির পদে রয়েছেন। তিনি দল থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুনেছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
৫ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৮ মিনিট আগে