বাগেরহাট প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগ নেতা মো. রেজাউল ইসলাম রাজু। আজ বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি পদে আছেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রেজাউল ইসলাম রাজু। জেলা কৃষক লীগের সহসভাপতির পদে থেকে বিএনএমের মনোনয়নের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনএমের জেলা কমিটির সদস্য, নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছি। আর কৃষক লীগের জেলার সহসভাপতি।’
একসঙ্গে দুই দলের নেতা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমি আমার এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এখান থেকে নমিনেশন (মনোনয়ন) নিয়েছি।’ কৃষক লীগ থেকে পদত্যাগ করিনি জানিয়ে রেজাউল ইসলাম রাজু বলেন, ‘নির্বাচিত (এমপি) হলে হয়তো কৃষক লীগ থেকে পদত্যাগ করব।’
তার কাছে বিএনএম দলের জেলা সভাপতির নাম জানতে চাইলে তিনি জানাতে পারেননি। বলতে পারেননি কেন্দ্রীয় মহাসচিব বা নেতাদের কারও নাম। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা সোলাইমান শিকদার নামের এক যুবক এসে নিজেকে বিএনএমর জেলা কমিটির সভাপতি দাবি করেন। তিনি বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনি মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু জেলা কৃষক লীগের সহসভাপতির পদে রয়েছেন। তিনি দল থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুনেছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগ নেতা মো. রেজাউল ইসলাম রাজু। আজ বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি পদে আছেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রেজাউল ইসলাম রাজু। জেলা কৃষক লীগের সহসভাপতির পদে থেকে বিএনএমের মনোনয়নের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনএমের জেলা কমিটির সদস্য, নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছি। আর কৃষক লীগের জেলার সহসভাপতি।’
একসঙ্গে দুই দলের নেতা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমি আমার এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এখান থেকে নমিনেশন (মনোনয়ন) নিয়েছি।’ কৃষক লীগ থেকে পদত্যাগ করিনি জানিয়ে রেজাউল ইসলাম রাজু বলেন, ‘নির্বাচিত (এমপি) হলে হয়তো কৃষক লীগ থেকে পদত্যাগ করব।’
তার কাছে বিএনএম দলের জেলা সভাপতির নাম জানতে চাইলে তিনি জানাতে পারেননি। বলতে পারেননি কেন্দ্রীয় মহাসচিব বা নেতাদের কারও নাম। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা সোলাইমান শিকদার নামের এক যুবক এসে নিজেকে বিএনএমর জেলা কমিটির সভাপতি দাবি করেন। তিনি বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনি মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু জেলা কৃষক লীগের সহসভাপতির পদে রয়েছেন। তিনি দল থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুনেছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১২ মিনিট আগে
ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে