কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি।
তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন।
এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।
এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে।
এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি।
এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।

তাঁদের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। কিন্তু কোলজুড়ে আসেনি কোন সন্তান। দীর্ঘ এই দাম্পত্য জীবনে অসংখ্য আত্মীয়স্বজনের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ভূরিভোজে অংশ নিয়েছেন। কিন্তু কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে পারেনি।
তাই আত্মতুষ্টির জন্য এক ব্যতিক্রম আয়োজন করেছেন এই দম্পতি। বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। সেই বাচ্চা দুটিকেই তাঁরা খৎনা দিয়েছেন। রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চাগুলোকে। প্রায় তিন শ স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন।
এমন ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি।
এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাঁদের বাড়িতে ভিড় করে ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দেখতে।
এলাকাবাসী জানায়, ওহাব ও লাইলী বেগমের ২৫ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। তাই লোকজন সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটির খৎনার আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ছাগল দুটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করায় এই দম্পতি।
এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ‘২৫ বছর বিবাহিত জীবনে ঘরে কোন সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এমন খবর শুনেছি। তবে দম্পতির সঙ্গে কোন কথা হয়নি।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১৩ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৭ মিনিট আগে