কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নবজাতকের পরিবারের পক্ষ থেকে কথা বলেন নবজাতকের চাচা সুজাউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমার ছোট ভাই মো. নুরুজ্জামের স্ত্রী ডলি খাতুন নিজ বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতক ও নবজাতকের মা দুজনই সুস্থ ছিল। পুত্র সন্তান জন্ম নেওয়ায় আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম। কিন্তু সে খুশি বেশি সময় স্থায়ী হলো না। ডাক্তারের ভুল চিকিৎসায় সব মুহূর্তেই শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, গত শুক্রবার সকাল পাঁচটার দিকে আমার ভাতিজার শরীরে জ্বর দেখা দেয়। জ্বরের চিকিৎসার জন্য এলাকার নগেন্দ্র নাথ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা নেওয়া হয়। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে ওই চিকিৎসককে বিষয়টি পুনরায় জানানো হলে, হোমিওপ্যাথি চিকিৎসক তাঁর ছেলে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডলকে আমার ভাতিজার চিকিৎসার জন্য পাঠান।
শারীরিক অবস্থা খারাপ দেখে সকাল সাড়ে সাতটার দিকে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডল আমার ভাতিজার শরীরে দুইটা ইনজেকশন পুস করে চলে যান। ইনজেকশন পুস করার পর সকাল ৮টার দিকে ওর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অবস্থার অবনতির বিষয়টি দীলিপকে পুনরায় জানানো হলেও তাকে আর পাওয়া যায়নি। দীলিপ মন্ডলের চিকিৎসা না পেয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আংটিহার গ্রাম পর্যন্ত পৌঁছালে আমার ভাতিজার মৃত্যু হয়।
এ ব্যাপারে পল্লি চিকিৎসকের দীলিপ মন্ডল বলেন, ‘আমি অতিরিক্ত জ্বরের জন্য ট্রাজিট ১২৫ এম জির ২টা ইনজেকশন পুস করি। সম্ভবত নিউমোনিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘নবজাতকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে। পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসার ব্যাপারে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নবজাতকের পরিবারের পক্ষ থেকে কথা বলেন নবজাতকের চাচা সুজাউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমার ছোট ভাই মো. নুরুজ্জামের স্ত্রী ডলি খাতুন নিজ বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতক ও নবজাতকের মা দুজনই সুস্থ ছিল। পুত্র সন্তান জন্ম নেওয়ায় আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম। কিন্তু সে খুশি বেশি সময় স্থায়ী হলো না। ডাক্তারের ভুল চিকিৎসায় সব মুহূর্তেই শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, গত শুক্রবার সকাল পাঁচটার দিকে আমার ভাতিজার শরীরে জ্বর দেখা দেয়। জ্বরের চিকিৎসার জন্য এলাকার নগেন্দ্র নাথ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা নেওয়া হয়। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে ওই চিকিৎসককে বিষয়টি পুনরায় জানানো হলে, হোমিওপ্যাথি চিকিৎসক তাঁর ছেলে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডলকে আমার ভাতিজার চিকিৎসার জন্য পাঠান।
শারীরিক অবস্থা খারাপ দেখে সকাল সাড়ে সাতটার দিকে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডল আমার ভাতিজার শরীরে দুইটা ইনজেকশন পুস করে চলে যান। ইনজেকশন পুস করার পর সকাল ৮টার দিকে ওর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অবস্থার অবনতির বিষয়টি দীলিপকে পুনরায় জানানো হলেও তাকে আর পাওয়া যায়নি। দীলিপ মন্ডলের চিকিৎসা না পেয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আংটিহার গ্রাম পর্যন্ত পৌঁছালে আমার ভাতিজার মৃত্যু হয়।
এ ব্যাপারে পল্লি চিকিৎসকের দীলিপ মন্ডল বলেন, ‘আমি অতিরিক্ত জ্বরের জন্য ট্রাজিট ১২৫ এম জির ২টা ইনজেকশন পুস করি। সম্ভবত নিউমোনিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘নবজাতকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে। পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসার ব্যাপারে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে