Ajker Patrika

নির্বাচনে জয়ের পর ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব, হতাশ এলাকাবাসী

ফয়সাল পারভেজ, মাগুরা
নির্বাচনে জয়ের পর ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব, হতাশ এলাকাবাসী

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে বিপুল ভোটে জয়ী হন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনের ফল ঘোষণার পর মাগুরায় গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। নিজ এলাকায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের দেখা না পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিতে পারেননি দলীয় নেতাকর্মীসহ ভক্ত, স্থানীয়রা। তাঁকে অভিনন্দন জানাতে না পেরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সাকিব আল হাসানকে নানাভাবে সংবর্ধনা দিতে চাইছেন। কিন্তু নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না তিনি। 

৮ জানুয়ারি তাঁর বাড়ি কেশব মোড়ে বেশ কিছু তরুণ ভোটার ও ভক্তরা উপস্থিত হয় ফুলেল শুভেচ্ছা দিতে। তবে দীর্ঘসময় পর তাঁরা জানতে পারেন নতুন এই সংসদ সদস্য মাগুরা নেই। এরপর তাঁরা হতাশ হয়ে ফিরে যান নিজ গন্তব্যে। 

নির্বাচনী প্রচারণায় সাকিব আল হাসান। ছবি: সংগৃহীতমাগুরা সদরের তরুণ ভোটার অনিক রহমান বলেন, ‘সাকিব ভাইকে ক্রিকেটার হিসেবে ভালোবাসি। এরপর তাঁকে ভোট দিতে হবে তাও ক্রিকেটার হিসেবে মনে করেই। কিন্তু তাঁকে এখন পর্যন্ত অভিনন্দন জানাতে পারিনি। শুনেছি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলতে ঢাকায়। কিন্তু জয়ের পর আমরা আশা করছিলাম একটি বার মাগুরা আসবেন। একটু আমাদের সময় দেবেন।’ 

তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, ‘সাকিব ভাই মানে ব্রান্ড। ক্রিকেটের ব্রান্ড। আমরা তাঁকে ভালোবাসি। কিন্তু তিনি মাগুরা–১ আসনের মানুষের ভোটে সংসদ সদস্য হয়েছেন। আমরা আশা করেছিলাম জয়ের পর তিনি একটু সাধারণ মানুষের সামনে আসবেন। ভোটের আগে যেমন সব ইউনিয়নে ঘুরেছেন তেমন। কিন্তু এখন পর্যন্ত এমনটা আমরা দেখছি না। মানুষ তাঁকে ভালোবাসে, সে জন্যই ভোটাররা আশা করতেই পারে।’ 

হতাশা ব্যক্ত করেন শ্রীপুর উপজেলা সদরের চা দোকানি তোতা মিয়াও। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বুঝি না। বুঝি ভোট নৌকায় দিতে হবে। এখন নতুন এমপি সাহেব জিতে একবার এলাকায় এলেন না। এত দিন হয়ে গেল আমরা তাঁকে একটিবার না দেখে খুব হতাশ। আমরা গরিব মানুষ একটু ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা কী দিতে পারি না?’ 

জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা চাইছেন নতুন সংসদ সদস্যকে সরাসরি অভিনন্দন দিতে। আওয়ামী লীগের সমর্থকেরাও চাইছেন তাঁকে নানা রকম সংবর্ধনা দেওয়ার। কিন্তু নতুন সংসদ সদস্য নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না। এ নিয়ে কর্মীদের মাঝেও হতাশা দেখা গেছে। 

নির্বাচনী প্রচারণায় সাকিব আল হাসান। ছবি: সংগৃহীতগতকাল শনিবার বিপিএলের খেলায় রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসানকে ফরচুন বরিশালে বিপক্ষে খেলতে দেখা গেছে। এর আগে, তিনি চোখের সমস্যার কারণে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। 

নতুন এই সংসদ সদস্য কবে নিজ সংসদীয় এলাকায় আসতে পারেন সে বিষয়ে কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের থেকে জানা গেছে, দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সংসদ সদস্যর ব্যক্তিগত সময় না মেলায় তা পিছিয়ে গেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের জন্য খেলাতো সবার জন্যই গৌরবের। তিনি ক্রিকেটে আমাদের দেশের রত্ন। বিশ্বে তিনি দেশের সম্মান রেখেছেন ক্রীড়াঙ্গনে। নির্বাচনে জয়ী হয়েছেন তাই বিপুল ভোটে। সময় মিললে তিনি মাগুরা ছুটে আসবেন। সাধারণ মানুষের কাছে ছুটে যাবেন। মাগুরা এলেই তাঁকে দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত