Ajker Patrika

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

অনলাইন ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন বোমা হামলায় আহত নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন বোমা হামলায় আহত নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

নড়াইলে ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলায় তিন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিংগাশোলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত ব্যক্তিরা হলেন শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোবরা গ্রামের বাসিন্দা বাবু মোল্লা (৬০), একই গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতা-কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে তিনটি বোমা মেরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাতে আহত হন স্থানীয় বিএনপির তিন নেতা-কর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে বিএনপির কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত