বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী হয়েছে। আজ সোমবার অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দমদম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল্লাহ।
প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে যখন শিশুরা এসে ভর্তি হয় তখন বয়সে তারা খুবই ছোট থাকে। দীর্ঘদিন শিক্ষকদের পাঠদান গ্রহণের পর কর্মজীবনে চলে যায়। পরে দীর্ঘসময় ধরে তাদের সঙ্গে আর যোগাযোগ থাকে না। কিন্তু আশীর্বাদ থেকে যায়।
সাবেক শিক্ষার্থী গাজী হারুনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক জিএম আব্দুল হামিদ, বাসুদেব কুমার ঘোষ, অলক কুমার, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব, রফিউল্লাহ, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, শাহানাজ বেগম, পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির উপদেষ্টা আবু তালেব, আতিয়ার রহমান, শামিম হোসেন, রহিম রাজ, আতিক হোসেন প্রমুখ।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাবেক শিক্ষার্থী আমজেদ হোসেন, ইমন হোসেন, শামিম হোসেন প্রমুখ।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে