ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুটি ভ্যান আটক করা হয়েছে। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে আটক ও সারগুলো জব্দ করে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মল্লিক রফিকুল ইসলাম বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসির সারের ডিলার।
এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা আজ রোববার ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুটি ভ্যানে করে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার বিক্রির জন্য রূপসা উপজেলার আলাইপুর বাজারে নেওয়ার সময় এলাকাবাসী আটক করেন। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধু সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেপ্তার, তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিশ্চিত করতে ইউএনওর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

বাগেরহাটের ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুটি ভ্যান আটক করা হয়েছে। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে আটক ও সারগুলো জব্দ করে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মল্লিক রফিকুল ইসলাম বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসির সারের ডিলার।
এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা আজ রোববার ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুটি ভ্যানে করে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার বিক্রির জন্য রূপসা উপজেলার আলাইপুর বাজারে নেওয়ার সময় এলাকাবাসী আটক করেন। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধু সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেপ্তার, তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিশ্চিত করতে ইউএনওর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে