পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব।
আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়।
কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন।
এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব।
আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়।
কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন।
এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে