খুলনা ও খুবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় নগরীর জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তাঁরা মেধার ভিত্তিতে সরকারি চাকরি চান, কোনো কোটার ভিত্তিতে নয়। তাই কোটা প্রথার বিলুপ্তি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরে জড়ো হন। পরে মিছিল সহকারে এসে জিরো পয়েন্টে অবস্থান নেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছিলেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না। মেধার মূল্যায়ন হবে সর্বত্র। শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকবে। প্রতিবন্ধী কোটা ব্যতীত আর কোনো কোটা বাংলাদেশে থাকবে না। আমরা চাই অতিদ্রুত কোটা পদ্ধতি সংস্কার করে মেধার মূল্যায়ন করা হোক।’
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক বলেন, ‘কোটা এখন মেধাবীদের জন্য গলার কাঁটা। কোটা পুনর্বহালের মাধ্যমে দেশের ছাত্রসমাজের সঙ্গে প্রহসন করা হচ্ছে। অবিলম্বে এই কোটা বাতিল না করলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
আরেক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘এই দেশটা কি শুধু মুক্তিযোদ্ধার সন্তান, নাতি–পুতিদের? কোটার নামে দেশের মেধাবীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর এই অন্যায় ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা বঙ্গবন্ধুর মাটিতে কোটা বৈষম্য চাই না। আমরা কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চাই। বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় নগরীর জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তাঁরা মেধার ভিত্তিতে সরকারি চাকরি চান, কোনো কোটার ভিত্তিতে নয়। তাই কোটা প্রথার বিলুপ্তি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরে জড়ো হন। পরে মিছিল সহকারে এসে জিরো পয়েন্টে অবস্থান নেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছিলেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না। মেধার মূল্যায়ন হবে সর্বত্র। শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকবে। প্রতিবন্ধী কোটা ব্যতীত আর কোনো কোটা বাংলাদেশে থাকবে না। আমরা চাই অতিদ্রুত কোটা পদ্ধতি সংস্কার করে মেধার মূল্যায়ন করা হোক।’
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক বলেন, ‘কোটা এখন মেধাবীদের জন্য গলার কাঁটা। কোটা পুনর্বহালের মাধ্যমে দেশের ছাত্রসমাজের সঙ্গে প্রহসন করা হচ্ছে। অবিলম্বে এই কোটা বাতিল না করলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
আরেক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘এই দেশটা কি শুধু মুক্তিযোদ্ধার সন্তান, নাতি–পুতিদের? কোটার নামে দেশের মেধাবীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর এই অন্যায় ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা বঙ্গবন্ধুর মাটিতে কোটা বৈষম্য চাই না। আমরা কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চাই। বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩১ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে