ঢাবি সংবাদদাতা
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের ভূমিকা নেতিবাচক ও বিতর্কিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তকে কুয়েট প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন বলে দাবি করেছেন তাঁরা। এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীরা কুয়েট উপাচার্য ও প্রশাসনের কঠোর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১টার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ক্যাম্পাসে সন্ত্রাস নয়, চাই ন্যায়বিচার’ ব্যানারে মানববন্ধন করেন বুয়েটের একদল শিক্ষার্থী।
মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারাবি হাসান ও আরমান হাসান লিখিত বক্তব্য পাঠ করেন।
মানববন্ধনে ফারাবি বলেন, প্রায় দুই মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় নিরপরাধ, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জনের বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মিথ্যা মামলা করা হয়েছে।
ফারাবি বলেন, ‘এই হামলার প্রকৃত তদন্ত সম্পন্ন না হওয়া এবং অপরাধীদের যথাযথভাবে চিহ্নিত না করেই কীভাবে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হলো, তা অত্যন্ত উদ্বেগজনক। বলাই বাহুল্য, কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়া কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন।’
৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় আরমান হাসান বলেন, ‘কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আন্দোলন দমনের লক্ষ্যে বহিষ্কার করা কোনোক্রমেই কাম্য নয়। আমরা বুয়েট শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পাশে আছি এবং এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, প্রকৃত দোষীদের বিচার, কুয়েট ভিসি ও কুয়েট প্রশাসনের বিতর্কিত ও নেতিবাচক ভূমিকার কঠোর জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের ভূমিকা নেতিবাচক ও বিতর্কিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তকে কুয়েট প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন বলে দাবি করেছেন তাঁরা। এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীরা কুয়েট উপাচার্য ও প্রশাসনের কঠোর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১টার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ক্যাম্পাসে সন্ত্রাস নয়, চাই ন্যায়বিচার’ ব্যানারে মানববন্ধন করেন বুয়েটের একদল শিক্ষার্থী।
মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারাবি হাসান ও আরমান হাসান লিখিত বক্তব্য পাঠ করেন।
মানববন্ধনে ফারাবি বলেন, প্রায় দুই মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় নিরপরাধ, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জনের বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মিথ্যা মামলা করা হয়েছে।
ফারাবি বলেন, ‘এই হামলার প্রকৃত তদন্ত সম্পন্ন না হওয়া এবং অপরাধীদের যথাযথভাবে চিহ্নিত না করেই কীভাবে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হলো, তা অত্যন্ত উদ্বেগজনক। বলাই বাহুল্য, কুয়েট প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই প্রক্রিয়া কুয়েট প্রশাসন ও তদন্ত কমিটির নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রতিফলন।’
৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় আরমান হাসান বলেন, ‘কোনো নিরপরাধ শিক্ষার্থীকে আন্দোলন দমনের লক্ষ্যে বহিষ্কার করা কোনোক্রমেই কাম্য নয়। আমরা বুয়েট শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পাশে আছি এবং এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, প্রকৃত দোষীদের বিচার, কুয়েট ভিসি ও কুয়েট প্রশাসনের বিতর্কিত ও নেতিবাচক ভূমিকার কঠোর জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে।
নেত্রকোনা মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর।
৩ মিনিট আগেঅর্চনা রায় ও হৃদয় দাস গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের চালক সেতুর নিচে তাঁর গাড়িটি ইউ টার্ন নেওয়ার সময় তাঁদের ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যান।
১৯ মিনিট আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, গাজীপুর থেকে নারী ও শিশুসহ মোট পাঁচজনকে গত রাত ১১টার দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
১ ঘণ্টা আগেগতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে রাত ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
১ ঘণ্টা আগে