বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় ২৪টি টিসিবি কার্ডের পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কল্যাণশ্রী এলাকার ভ্যানচালক জাকির শেখ ও সুকদাড়া এলাকার সেলিম শেখের মুদি দোকানের বাদল শেখ ও ডালিম শেখ।
গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ও সুরখালী ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এসব পণ্য কল্যাণশ্রী এলাকার মুদি দোকানির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা গায়ের হাট নামক স্থান থেকে ভ্যানচালককে মালামালসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪টি টিসিবির কার্ডের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তেল ৪৮ কেজি ও চাল ১২০ কেজি।
ইউপি সদস্য রবেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবি কার্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে চেয়ারম্যান পাঠাতে বলেছেন, তাই পাঠিয়েছি। বিস্তারিত তিনি বলতে পারবেন।’
সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম বলেন, টিসিবির পণ্যে ডিলার প্রায়ই এ রকম কম দেন। আর চেয়ারম্যানের নামে প্রতিবার পণ্য দেওয়ার সময় ১৪-১৫টা কার্ডের পণ্য ওঠানো হয়। এগুলো কেন হয় জানতে চাইলে তিনি বলেন, ৯টি ওয়ার্ডের অভিভাবক চেয়ারম্যান, তাই হয়তো তিনি এই সুযোগটা নেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু জানি না। কী হইছে বা কী হয়নি ডিলারই ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।

খুলনার বটিয়াঘাটায় ২৪টি টিসিবি কার্ডের পণ্য আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কল্যাণশ্রী এলাকার ভ্যানচালক জাকির শেখ ও সুকদাড়া এলাকার সেলিম শেখের মুদি দোকানের বাদল শেখ ও ডালিম শেখ।
গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ও সুরখালী ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এসব পণ্য কল্যাণশ্রী এলাকার মুদি দোকানির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা গায়ের হাট নামক স্থান থেকে ভ্যানচালককে মালামালসহ আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪টি টিসিবির কার্ডের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তেল ৪৮ কেজি ও চাল ১২০ কেজি।
ইউপি সদস্য রবেন্দ্রনাথ রায় বলেন, ‘টিসিবি কার্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে চেয়ারম্যান পাঠাতে বলেছেন, তাই পাঠিয়েছি। বিস্তারিত তিনি বলতে পারবেন।’
সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা বেগম বলেন, টিসিবির পণ্যে ডিলার প্রায়ই এ রকম কম দেন। আর চেয়ারম্যানের নামে প্রতিবার পণ্য দেওয়ার সময় ১৪-১৫টা কার্ডের পণ্য ওঠানো হয়। এগুলো কেন হয় জানতে চাইলে তিনি বলেন, ৯টি ওয়ার্ডের অভিভাবক চেয়ারম্যান, তাই হয়তো তিনি এই সুযোগটা নেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছু জানি না। কী হইছে বা কী হয়নি ডিলারই ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১২ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৪ মিনিট আগে