মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার (এসপি) রিফাতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযানমালিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে দেশ-বিদেশের পর্যটকেরা আবার সুন্দরবনে প্রবেশ করতে পারছেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া গত রোববার নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় ৩০টি ট্যুরিস্ট বোটের ওপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযানমালিকেরা গত সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয়। ফলে বন্ধ হয়ে যায় সুন্দরবনে পর্যটনবাহী তিন শতাধিক ট্যুরিস্ট বোটসহ লঞ্চ ও ট্রলার। এর ফলে দুই দিন ধরে দূরদূরান্ত থেকে আসা দেশি-বিদেশি পর্যটকেরা সুন্দরবনে যেতে না পেরে ফিরে যান।
এর আগে গতকাল দুপুরে নৌপরিবহন অধিদপ্তরের হয়রানির প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন নৌযানমালিকেরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে নৌযানমালিকদের সঙ্গে গতকাল রাতে আলোচনায় বসেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মোংলা জালিবোট মালিক সমিতির সভাপতি হোসাইন মোহাম্মদ দুলাল বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোনো ধরনের হয়রানি করবে না নৌপরিবহন অধিদপ্তর। এমন আশ্বাসে গতকাল রাত থেকে আমরা নৌযান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’
সুন্দরবনের করমজল কুমির প্রজনন ও পর্যটনকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সোমবার ভোর থেকেই সুন্দরবনে কোনো নৌযান ও পর্যটক আসছিল না। গতকাল রাতে নৌযানমালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় আজ সকাল থেকে আবার দেশি-বিদেশি পর্যটক ভিড় জমাতে শুরু করেছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে।

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার (এসপি) রিফাতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযানমালিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে দেশ-বিদেশের পর্যটকেরা আবার সুন্দরবনে প্রবেশ করতে পারছেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া গত রোববার নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় ৩০টি ট্যুরিস্ট বোটের ওপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযানমালিকেরা গত সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয়। ফলে বন্ধ হয়ে যায় সুন্দরবনে পর্যটনবাহী তিন শতাধিক ট্যুরিস্ট বোটসহ লঞ্চ ও ট্রলার। এর ফলে দুই দিন ধরে দূরদূরান্ত থেকে আসা দেশি-বিদেশি পর্যটকেরা সুন্দরবনে যেতে না পেরে ফিরে যান।
এর আগে গতকাল দুপুরে নৌপরিবহন অধিদপ্তরের হয়রানির প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন নৌযানমালিকেরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে নৌযানমালিকদের সঙ্গে গতকাল রাতে আলোচনায় বসেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মোংলা জালিবোট মালিক সমিতির সভাপতি হোসাইন মোহাম্মদ দুলাল বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোনো ধরনের হয়রানি করবে না নৌপরিবহন অধিদপ্তর। এমন আশ্বাসে গতকাল রাত থেকে আমরা নৌযান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’
সুন্দরবনের করমজল কুমির প্রজনন ও পর্যটনকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সোমবার ভোর থেকেই সুন্দরবনে কোনো নৌযান ও পর্যটক আসছিল না। গতকাল রাতে নৌযানমালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় আজ সকাল থেকে আবার দেশি-বিদেশি পর্যটক ভিড় জমাতে শুরু করেছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে।

ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
৯ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে