মাগুরা প্রতিনিধি

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে