মাগুরা প্রতিনিধি

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৩ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে