কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’
ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’
এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’
অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’
ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’
এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’
অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে