প্রতিনিধি, সাতক্ষীরা

ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।

ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে