আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি। বরং গাছের ডালপালা ও বাঁশের খুঁটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ায় এক দশক ধরে ঝুঁকির মধ্যে আছেন অনেক গ্রাহক।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন ইউনিয়ন ও গ্রামপর্যায়ে, এমনকি উপজেলা সদরেরও কোনো কোনো এলাকায় ওই অবস্থা রয়েছে। আর ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ লাইন সম্প্রসারণের নামে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নিয়েছেন বিদ্যুৎ বিভাগের লোকজন।
১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের ঘনবসতিপূর্ণ জনপদ একসত্যাপাড়া এলাকার লোকজন জানান, ২০০৭-১৩ সময়ে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের নামে দুই শতাধিক পরিবারকে সংযোগ দেওয়ার শর্তে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা হারে ১৫-১৬ লাখ টাকা আদায় করে বিদ্যুৎ বিভাগ। এরপর গাছের খুঁটিতে বিদ্যুৎ-সংযোগও দেওয়া হয়। কিন্তু দশক পেরিয়ে গেলেও এখনো সরকারি স্থায়ী (স্টিলের) খুঁটি বসানো হয়নি। অথচ গাছের খুঁটি বসানোর ছয়-সাত মাস পর অনেকগুলো ভেঙে গেলে কিছু অংশে সিমেন্টের পিলার পুনঃস্থাপন করা হয়।
তবে বেশির ভাগ অংশে বিদ্যুতের তার উঠিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশের আকাশমণিসহ বিভিন্ন গাছে। এতে নিয়মিত বিদ্যুৎ-বিভ্রাটসহ ঝুঁকিতে আছেন ওই এলাকার গ্রাহকেরা।
গাছে গাছে বিদ্যুতের লাইন এবং ভোগান্তির চিত্র দেখিয়ে আশীষ কুমার নাথ নামের এক গ্রাহক বলেন, ২০১২ সালের শেষ দিকে রহমাননগর কবরস্থান থেকে একসত্যাপাড়ায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণে বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন ও লাইনম্যান মো. সুমন সরেজমিন পরিদর্শন করে খুঁটিপ্রতি ১৮ হাজার টাকা দাবি করেন। তাঁরা বলেন, এই পরিমাণ টাকা দিলে প্রথম অবস্থায় গাছের পিলারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। এরপর বিদ্যুৎ ব্যবহারের তথ্য উপস্থাপন করলে স্থায়ী পিলার আসবে।
আশীষ কুমার নাথ বলেন, ‘এই কথায় আমি দায়িত্ব নিয়ে ১ লাখ টাকায় সাতটি পিলার নিশ্চিত করি। কিন্তু গাছের পিলার বসিয়ে দশক পার করছে বিদ্যুৎ বিভাগ। ইতিমধ্যে গাছের পিলার নষ্ট হয়ে বিদ্যুতের তার এখন আকাশমণি গাছের ডালে বেঁধে দেওয়া হয়েছে।’
বাহাদুর কর্মকার নামে আরেক গ্রাহক বলেন, ২০০৭-১৩ সময়ে রহমাননগর, উত্তর ও মধ্যম একসত্যাপাড়ার দুই শতাধিক পরিবারে শতাধিক পিলার বসিয়ে বিদ্যুৎ দেওয়ার নামে আরই মো. জিয়া উদ্দিন ১৫-১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। রহমাননগরে ৮-১০টা স্টিলের পিলার ছাড়া আর সবখানে গাছের পিলারে বিদ্যুৎ লাইন টানা হয়েছে। যার বেশির ভাগ ভেঙে যাওয়ায় এসব লাইন এখন গাছের ডালপালায়, কেউ কেউ নিজ উদ্যোগে গাছের স্থলে সিমেন্টের পিলার বসিয়েছেন। বেশির ভাগ গ্রাহক ঝুঁকিপূর্ণ অবস্থায় লো-ভোল্টেজে বিদ্যুৎ ব্যবহার করে বিল পরিশোধ করে এলেও সরকারি খুঁটি জুটছে না।
মানিকছড়ি উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বৃহত্তর একসত্যাপাড়ায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সম্পর্কে বলেন, ওই এলাকার বিদ্যুৎ লাইনের উন্নয়নে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
তবে খুঁটির নামে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জিয়া উদ্দিন বলেন, প্রকল্প অনুমোদন হলে ঠিকাদারের মাধ্যমে পিলার, বিদ্যুৎ-সংযোগ এবং ট্রান্সফরমার বসানো হয়। এখানে স্থানীয় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টতার সুযোগ নেই।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি। বরং গাছের ডালপালা ও বাঁশের খুঁটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ায় এক দশক ধরে ঝুঁকির মধ্যে আছেন অনেক গ্রাহক।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন ইউনিয়ন ও গ্রামপর্যায়ে, এমনকি উপজেলা সদরেরও কোনো কোনো এলাকায় ওই অবস্থা রয়েছে। আর ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ লাইন সম্প্রসারণের নামে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নিয়েছেন বিদ্যুৎ বিভাগের লোকজন।
১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের ঘনবসতিপূর্ণ জনপদ একসত্যাপাড়া এলাকার লোকজন জানান, ২০০৭-১৩ সময়ে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের নামে দুই শতাধিক পরিবারকে সংযোগ দেওয়ার শর্তে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা হারে ১৫-১৬ লাখ টাকা আদায় করে বিদ্যুৎ বিভাগ। এরপর গাছের খুঁটিতে বিদ্যুৎ-সংযোগও দেওয়া হয়। কিন্তু দশক পেরিয়ে গেলেও এখনো সরকারি স্থায়ী (স্টিলের) খুঁটি বসানো হয়নি। অথচ গাছের খুঁটি বসানোর ছয়-সাত মাস পর অনেকগুলো ভেঙে গেলে কিছু অংশে সিমেন্টের পিলার পুনঃস্থাপন করা হয়।
তবে বেশির ভাগ অংশে বিদ্যুতের তার উঠিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশের আকাশমণিসহ বিভিন্ন গাছে। এতে নিয়মিত বিদ্যুৎ-বিভ্রাটসহ ঝুঁকিতে আছেন ওই এলাকার গ্রাহকেরা।
গাছে গাছে বিদ্যুতের লাইন এবং ভোগান্তির চিত্র দেখিয়ে আশীষ কুমার নাথ নামের এক গ্রাহক বলেন, ২০১২ সালের শেষ দিকে রহমাননগর কবরস্থান থেকে একসত্যাপাড়ায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণে বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন ও লাইনম্যান মো. সুমন সরেজমিন পরিদর্শন করে খুঁটিপ্রতি ১৮ হাজার টাকা দাবি করেন। তাঁরা বলেন, এই পরিমাণ টাকা দিলে প্রথম অবস্থায় গাছের পিলারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। এরপর বিদ্যুৎ ব্যবহারের তথ্য উপস্থাপন করলে স্থায়ী পিলার আসবে।
আশীষ কুমার নাথ বলেন, ‘এই কথায় আমি দায়িত্ব নিয়ে ১ লাখ টাকায় সাতটি পিলার নিশ্চিত করি। কিন্তু গাছের পিলার বসিয়ে দশক পার করছে বিদ্যুৎ বিভাগ। ইতিমধ্যে গাছের পিলার নষ্ট হয়ে বিদ্যুতের তার এখন আকাশমণি গাছের ডালে বেঁধে দেওয়া হয়েছে।’
বাহাদুর কর্মকার নামে আরেক গ্রাহক বলেন, ২০০৭-১৩ সময়ে রহমাননগর, উত্তর ও মধ্যম একসত্যাপাড়ার দুই শতাধিক পরিবারে শতাধিক পিলার বসিয়ে বিদ্যুৎ দেওয়ার নামে আরই মো. জিয়া উদ্দিন ১৫-১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। রহমাননগরে ৮-১০টা স্টিলের পিলার ছাড়া আর সবখানে গাছের পিলারে বিদ্যুৎ লাইন টানা হয়েছে। যার বেশির ভাগ ভেঙে যাওয়ায় এসব লাইন এখন গাছের ডালপালায়, কেউ কেউ নিজ উদ্যোগে গাছের স্থলে সিমেন্টের পিলার বসিয়েছেন। বেশির ভাগ গ্রাহক ঝুঁকিপূর্ণ অবস্থায় লো-ভোল্টেজে বিদ্যুৎ ব্যবহার করে বিল পরিশোধ করে এলেও সরকারি খুঁটি জুটছে না।
মানিকছড়ি উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বৃহত্তর একসত্যাপাড়ায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সম্পর্কে বলেন, ওই এলাকার বিদ্যুৎ লাইনের উন্নয়নে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
তবে খুঁটির নামে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জিয়া উদ্দিন বলেন, প্রকল্প অনুমোদন হলে ঠিকাদারের মাধ্যমে পিলার, বিদ্যুৎ-সংযোগ এবং ট্রান্সফরমার বসানো হয়। এখানে স্থানীয় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টতার সুযোগ নেই।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে