Ajker Patrika

নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি 
নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার
দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার (৩১ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। তড়িৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা মৃত নন্দলাল চাকমার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে পড়ে যান তড়িৎ চাকমা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘টানা বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছিল। তার পরেও তাকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। অবশেষে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত