Ajker Patrika

গুইমারায় ছেলের লোহার পাতের আঘাতে বাবা নিহত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
গুইমারায় ছেলের লোহার পাতের আঘাতে বাবা নিহত

খাগড়াছড়ির গুইমারায় ছেলের লোহার পাতের আঘাতে বাবা পাইছাইউ মারমা (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাফছড়ি নতুন পাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে মংহলাপ্রু মারমাকে (২৩) গ্রেপ্তার করেছে। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাবা পাইছাইউ মারমা খেত থেকে সংগ্রহ করা বরবটি শিম বিক্রির জন্য আঁটি বাঁধতে বললে ছেলে মংহলাপ্রু মারমা এতে অসম্মতি জানায়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে মংহলাপ্রু উত্তেজিত হয়ে হাতে থাকা লোহার পাত দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে মংহলাপ্রু মারমাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত লোহার পাতটিও জব্দ করে। 

গুইমারা থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের বড় ছেলে মংনুক মগ বাদী হয়ে গুইমারা থানায় ছোট ভাই মংহলাপ্রু মারমাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

ওসি আরও জানান, আসামি মংহলাপ্রু মারমা বাবাকে হত্যার কথা স্বীকার করে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত