রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জেরে চাইথোয়াই মারমাকে (৬২) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নিহতের ছেলে অংশেউ মারমা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্রকর এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আরেফীন শরীফ পাটোয়ারীকে আসামি করা হয়। মামলার আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত আরেফীন শরীফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রামগড় পৌরসভার মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত আরেফীন শরীফ তাঁর প্রতিবেশী চাইথোয়াই মারমাকে পূর্বশত্রুতার জেরে মাথায় ইট দিয়ে আঘাত করেন। ইটের আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি আশপাশের মানুষ বুঝে ওঠার আগেই চাইথোয়াই মারমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে আহতকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁর পিতা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন, অভিযুক্ত আরেফীন শরীফ মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল গভীর রাতে রামগড় থানায় মামলা করেন। মামলা নম্বর–০২। আমরা ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করি। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জেরে চাইথোয়াই মারমাকে (৬২) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নিহতের ছেলে অংশেউ মারমা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্রকর এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আরেফীন শরীফ পাটোয়ারীকে আসামি করা হয়। মামলার আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত আরেফীন শরীফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রামগড় পৌরসভার মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত আরেফীন শরীফ তাঁর প্রতিবেশী চাইথোয়াই মারমাকে পূর্বশত্রুতার জেরে মাথায় ইট দিয়ে আঘাত করেন। ইটের আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি আশপাশের মানুষ বুঝে ওঠার আগেই চাইথোয়াই মারমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে আহতকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁর পিতা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন, অভিযুক্ত আরেফীন শরীফ মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল গভীর রাতে রামগড় থানায় মামলা করেন। মামলা নম্বর–০২। আমরা ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করি। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১১ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৯ মিনিট আগে