রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক এবং একজন সহযোগীকে অপহরণ করার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতদের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র সংগঠনটি।
অপহৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস। তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার উত্তর চাসারা এলাকার বাসিন্দা। অন্যজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রানার মো. আল আমিন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
গাড়ির সঙ্গে থাকা হেলপার মো. সোলায়মান বলেন, ‘আমরা মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭ কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। তবে আমাকে ঘটনাস্থলে রেখে যায়।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণ করে প্রথমে ৩ লাখ টাকা পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ও বিজিবি কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক এবং একজন সহযোগীকে অপহরণ করার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতদের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র সংগঠনটি।
অপহৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস। তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার উত্তর চাসারা এলাকার বাসিন্দা। অন্যজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রানার মো. আল আমিন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
গাড়ির সঙ্গে থাকা হেলপার মো. সোলায়মান বলেন, ‘আমরা মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭ কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। তবে আমাকে ঘটনাস্থলে রেখে যায়।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণ করে প্রথমে ৩ লাখ টাকা পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ও বিজিবি কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২২ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩০ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে