Ajker Patrika

মানিকছড়িতে বজ্রপাতে ১১ মাসের এক শিশুর মৃত্যু, বাবা-মা আহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২: ২৪
মানিকছড়িতে বজ্রপাতে ১১ মাসের এক শিশুর মৃত্যু, বাবা-মা আহত

মানিকছড়িতে বজ্রপাতে মো. আল-আমিন নামের ১১ মাসের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় মানিকছড়ির ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। 

হাসপাতালের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন জানান, রাত ৩টা ৪৫ মিনিটে বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলেও আল-আমিন নামের শিশুটি পথেই মারা যায়। মা-বাবাকে ভর্তি রাখা হয়েছে। আপাতত তাঁদের বিপদমুক্ত মনে হচ্ছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। 

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, `গতকাল দিবাগত রাতে এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ছদুরখীল এলাকায় নির্জন পাহাড়ে ঘরের ওপর বজ্রপাত পড়ে শিশুটি মারা যায়। আহত গৃহকর্তা ও গৃহিণী চিকিৎসাধীন রয়েছেন। আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত