খাগড়াছড়ি ও মানিকছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফের ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়িতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধে পিকেটাররা ভোর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সামান্য ভাঙচুর করে পিকেটাররা।
অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রামে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। উপজেলাগুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করেনি।
তবে অবরোধ চলাকালে ভোর ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন পিকেটাররা। খবর পেয়ে পুলিশ গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ফেলে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচলে স্বাভাবিক করে। পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে নজর রাখা হয়।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিবৃতিতে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলার সব যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত রোববার মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়ায় গণপিটুনিতে মারা যান ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষা।

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফের ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়িতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধে পিকেটাররা ভোর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সামান্য ভাঙচুর করে পিকেটাররা।
অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রামে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। উপজেলাগুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করেনি।
তবে অবরোধ চলাকালে ভোর ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন পিকেটাররা। খবর পেয়ে পুলিশ গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ফেলে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচলে স্বাভাবিক করে। পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে নজর রাখা হয়।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিবৃতিতে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলার সব যানবাহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত রোববার মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়ায় গণপিটুনিতে মারা যান ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ঊষা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে