মিল্টন চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতেও নেই নিজস্ব কমপ্লেক্স ভবন। শতবর্ষী সদর ইউপিতে পুরোনো টিনশেড-আধপাকা ঘরে চলছে দাপ্তরিক কাজ। এমনকি ক্যায়াংঘাট ইউপিতে তাও নেই।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, শতাধিক বছর আগের মহালছড়ি থানাকে গত আশির দশকের শেষ দিকে উপজেলায় উন্নীত করা হয়। তখন ৫টি ইউপি থাকলেও ২০১৪ সালে গুইমারা উপজেলা তৈরির পর এর সংখ্যা দাঁড়ায় ৪ টি।
ইউনিয়নগুলো হচ্ছে সদর ইউনিয়ন, মুবাছড়ি, মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন। এর মধ্যে ৩টি ইউপিতে টিনশেড-আধপাকা ঘর থাকলেও ক্যায়াংঘাট ইউনিয়নে তা নেই। ফলে অন্যের ঘর ভাড়া করে চলছে এর কার্যক্রম।
দুই মেয়াদে ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, ‘দীর্ঘ ৩০ বছর যাবৎ ক্যায়াংঘাট ইউপির ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। এ যাবৎ মাইসছড়ি বাজারে
১টি ও ক্যায়াংঘাট গ্রামে ১টি ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছি।
ভবন না হওয়া সম্পর্কে চেয়ারম্যান বিশ্বজিৎ বলেন, ইউপির নামে জায়গা বন্দোবস্ত না থাকায় কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। ইউনিয়নের জন্য কেউ জমি দাতা থাকলেও নাম পরিবর্তনসহ কাজ গুছিয়ে আনা দীর্ঘ সময়ের ব্যাপার। তাই কমপ্লেক্স ভবন নির্মাণ বিলম্ব হচ্ছে।
মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা বলেন, ইউপির নামে ৮০ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে। ভবনের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।
মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল বলেন, ১৯০৫ সাল থেকেই মহালছড়ি সদর ইউপির কার্যক্রম চলছে। এখনো সেই পুরোনো টিনশেড ঘরে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
কমপ্লেক্স ভবন না থাকা প্রসঙ্গে রতন শীল বলেন, ইউপির জায়গাটি উপজেলা পরিষদের সীমানায় অন্তর্ভুক্ত। এ কারণে কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। উপজেলা পরিষদের সঙ্গে বোঝাপড়া করেই জমি সংক্রান্ত সমস্যা মেটাতে হবে।
একই সমস্যা নিয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, জায়গা সংক্রান্ত জটিলতায় কমপ্লেক্স ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। তবে ভূমি জটিলতা নিরসন হওয়ার পথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি জায়গা স্বল্পতার কারণে কমপ্লেক্স ভবন করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব। যেভাবেই হোক দ্রুত কমপ্লেক্স ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করব।’

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতেও নেই নিজস্ব কমপ্লেক্স ভবন। শতবর্ষী সদর ইউপিতে পুরোনো টিনশেড-আধপাকা ঘরে চলছে দাপ্তরিক কাজ। এমনকি ক্যায়াংঘাট ইউপিতে তাও নেই।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, শতাধিক বছর আগের মহালছড়ি থানাকে গত আশির দশকের শেষ দিকে উপজেলায় উন্নীত করা হয়। তখন ৫টি ইউপি থাকলেও ২০১৪ সালে গুইমারা উপজেলা তৈরির পর এর সংখ্যা দাঁড়ায় ৪ টি।
ইউনিয়নগুলো হচ্ছে সদর ইউনিয়ন, মুবাছড়ি, মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন। এর মধ্যে ৩টি ইউপিতে টিনশেড-আধপাকা ঘর থাকলেও ক্যায়াংঘাট ইউনিয়নে তা নেই। ফলে অন্যের ঘর ভাড়া করে চলছে এর কার্যক্রম।
দুই মেয়াদে ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, ‘দীর্ঘ ৩০ বছর যাবৎ ক্যায়াংঘাট ইউপির ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। এ যাবৎ মাইসছড়ি বাজারে
১টি ও ক্যায়াংঘাট গ্রামে ১টি ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছি।
ভবন না হওয়া সম্পর্কে চেয়ারম্যান বিশ্বজিৎ বলেন, ইউপির নামে জায়গা বন্দোবস্ত না থাকায় কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। ইউনিয়নের জন্য কেউ জমি দাতা থাকলেও নাম পরিবর্তনসহ কাজ গুছিয়ে আনা দীর্ঘ সময়ের ব্যাপার। তাই কমপ্লেক্স ভবন নির্মাণ বিলম্ব হচ্ছে।
মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা বলেন, ইউপির নামে ৮০ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে। ভবনের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।
মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল বলেন, ১৯০৫ সাল থেকেই মহালছড়ি সদর ইউপির কার্যক্রম চলছে। এখনো সেই পুরোনো টিনশেড ঘরে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
কমপ্লেক্স ভবন না থাকা প্রসঙ্গে রতন শীল বলেন, ইউপির জায়গাটি উপজেলা পরিষদের সীমানায় অন্তর্ভুক্ত। এ কারণে কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। উপজেলা পরিষদের সঙ্গে বোঝাপড়া করেই জমি সংক্রান্ত সমস্যা মেটাতে হবে।
একই সমস্যা নিয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, জায়গা সংক্রান্ত জটিলতায় কমপ্লেক্স ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। তবে ভূমি জটিলতা নিরসন হওয়ার পথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি জায়গা স্বল্পতার কারণে কমপ্লেক্স ভবন করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব। যেভাবেই হোক দ্রুত কমপ্লেক্স ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করব।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৭ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৪ মিনিট আগে