জয়পুরহাট ও ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাট-ক্ষেতলাল-বগুড়া বাইপাস সড়কের মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশাচালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা এলাকার ওবা মণ্ডলে ছেলে আমজাদ হোসেন (৫৫), একই উপজেলার ক্ষেতলাল খাদ্য গুদাম এলাকার রইচ উদ্দিন বুলবুলের স্ত্রী শাহানাজ পারভীন (৪৫), নশিরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম এবং নওগাঁ ধামুইরজাট বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৮), ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ মহল্লার রফিকুল ইসলামের ছেলে কলেজছাত্র নাফিজ উদ্দীন (১৮) এবং ক্ষেতলাল উপজেলা বিআরডিবি অফিসের মাঠ সহকারী শাহীনুর আক্তার (৩৮)।
গুরুতর আহত ব্যক্তি ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান (৫০)। তাঁর স্বামী ওবায়দুর রহমান রেজা পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং স্বজনেরা বলছে, জয়পুরহাট থেকে ক্ষেতলালগামী একটি সিএনজিচালিত অটোরিকশা জয়পুরহাট-ক্ষেতলাল-বগুড়া বাইপাস সড়কের মালিপাড়া এলাকায় পৌঁছালে জয়পুরহাটগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নিয়ে যাওয়া হয়। এরপর ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহানাজ পারভীনের স্বামী রইচ উদ্দিন বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এসএসসি পরীক্ষার্থী মেয়ে বৃষ্টিকে জয়পুরহাটের একটি কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে সিএনজি যোগে বাড়ি বাসায় ফিরছিল। পথে ক্ষেতলাল মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় সে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন নিহত হয়েছেন।’

জয়পুরহাট-ক্ষেতলাল-বগুড়া বাইপাস সড়কের মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশাচালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা এলাকার ওবা মণ্ডলে ছেলে আমজাদ হোসেন (৫৫), একই উপজেলার ক্ষেতলাল খাদ্য গুদাম এলাকার রইচ উদ্দিন বুলবুলের স্ত্রী শাহানাজ পারভীন (৪৫), নশিরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম এবং নওগাঁ ধামুইরজাট বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৮), ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ মহল্লার রফিকুল ইসলামের ছেলে কলেজছাত্র নাফিজ উদ্দীন (১৮) এবং ক্ষেতলাল উপজেলা বিআরডিবি অফিসের মাঠ সহকারী শাহীনুর আক্তার (৩৮)।
গুরুতর আহত ব্যক্তি ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান (৫০)। তাঁর স্বামী ওবায়দুর রহমান রেজা পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং স্বজনেরা বলছে, জয়পুরহাট থেকে ক্ষেতলালগামী একটি সিএনজিচালিত অটোরিকশা জয়পুরহাট-ক্ষেতলাল-বগুড়া বাইপাস সড়কের মালিপাড়া এলাকায় পৌঁছালে জয়পুরহাটগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নিয়ে যাওয়া হয়। এরপর ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহানাজ পারভীনের স্বামী রইচ উদ্দিন বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এসএসসি পরীক্ষার্থী মেয়ে বৃষ্টিকে জয়পুরহাটের একটি কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে সিএনজি যোগে বাড়ি বাসায় ফিরছিল। পথে ক্ষেতলাল মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় সে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন নিহত হয়েছেন।’

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৮ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে