জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সাত বছরের শিশু শুভ হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। নিহত শুভ কালাই কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জয়পুরহাট আদালতের কোট পরিদর্শক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুল গফুর তোতার ৭ বছরের ছেলে শুভ নিজ বাড়ির অদূরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেখান থেকেই এক সময় সে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।
একপর্যায়ে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশু শুভর মাকে কল দিয়ে জানানো হয় যে, শুভকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল গফুর তোতা ওই নম্বরটি কালাই থানাকে জানায়। পর দিন ৪ মার্চ বিকেলে আব্দুল গফুর তোতার বাড়ির নিকটবর্তী একটি খড়ের গাদার ভেতর শুভর মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। এ খবর পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেন।
এ ঘটনায় ওই দিনই শুভর বাবা আব্দুল গফুর তোতা বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ ওই মোবাইল নম্বরের কল লিস্টের সূত্র ধরে আসামি রেজাউল করিম ফকিরকে গ্রেপ্তার করেন। কালাই থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক সাইদুর রহমান ২০১৭ সালের ২৭ এপ্রিল রেজাউল করিম ফকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর আসামি রেজাউল করিম ফকিরকে আদালত থেকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন এটিএম মিজানুর রহমান।

জয়পুরহাটে সাত বছরের শিশু শুভ হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। নিহত শুভ কালাই কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জয়পুরহাট আদালতের কোট পরিদর্শক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুল গফুর তোতার ৭ বছরের ছেলে শুভ নিজ বাড়ির অদূরে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেখান থেকেই এক সময় সে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।
একপর্যায়ে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশু শুভর মাকে কল দিয়ে জানানো হয় যে, শুভকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল গফুর তোতা ওই নম্বরটি কালাই থানাকে জানায়। পর দিন ৪ মার্চ বিকেলে আব্দুল গফুর তোতার বাড়ির নিকটবর্তী একটি খড়ের গাদার ভেতর শুভর মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। এ খবর পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেন।
এ ঘটনায় ওই দিনই শুভর বাবা আব্দুল গফুর তোতা বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ ওই মোবাইল নম্বরের কল লিস্টের সূত্র ধরে আসামি রেজাউল করিম ফকিরকে গ্রেপ্তার করেন। কালাই থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক সাইদুর রহমান ২০১৭ সালের ২৭ এপ্রিল রেজাউল করিম ফকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর আসামি রেজাউল করিম ফকিরকে আদালত থেকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন এটিএম মিজানুর রহমান।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে