কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে উপস্থিত জনতা। এ সময় তাঁর কাছ থেকে খোয়া যাওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন তাঁরা।
এ দিকে আটক ওই নারীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। তাঁকে আটকের পর তাঁর বড় বোন পালিয়ে গেছেন।
পুলিশ বলছে, ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি তাঁর বোনসহ যশোরে থাকেন। সেখান থেকে গিয়ে তাঁরা চুরির কাজ করেন। চুরির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
আজ বুধবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনার পর পুলিশ ওই তরুণীকে থানায় নিয়েছে। আটক তরুণীর নাম বোন রিফা (২৫)। তাঁর বোনের নাম ইমা খাতুন (৩০)।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এটি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্য দিনের ঘটনা।
আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপস্থিত জনতা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রোগীরা টিকিট কাটতে ও ওষুধ নিতে লাইনে দাঁড়ায়। এর মধ্যে চারজনের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সেখানে চুরি করার সময় ওই নারীকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর বোন পালিয়ে যায়।
ঘটনাস্থলে কলেজ পাড়ার এলাকার তানিয়া খাতুনের ২ হাজার ৬০০ টাকা, বিদ্যাধরপুর গ্রামের জারেকা ১ হাজার ৫০০ টাকা, শাপলা খাতুনের ২ হাজার ৯০০ টাকা চুরি গেছে বলে দাবি করেছেন।
আটক তরুণী রিফা বলেন, ‘ঈদের আগে বোনের বাড়িতে এসেছিলাম। আমার পেটে বাচ্চা। তাই বোন আমাকে বলল মেডিকেলে যাওয়ার জন্য। আমি তাঁর সঙ্গে এসেছিলাম। ধরা পড়ার পর আমাকে ফেলে রেখে পালিয়েছে। আমার বোন এখানে কালিগঞ্জ বেদে পল্লিতে থাকে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইউনুচ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী থানায় রয়েছে। তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর সঙ্গে বড় বোন ছিলেন। তিনি পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে উপস্থিত জনতা। এ সময় তাঁর কাছ থেকে খোয়া যাওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন তাঁরা।
এ দিকে আটক ওই নারীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। তাঁকে আটকের পর তাঁর বড় বোন পালিয়ে গেছেন।
পুলিশ বলছে, ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি তাঁর বোনসহ যশোরে থাকেন। সেখান থেকে গিয়ে তাঁরা চুরির কাজ করেন। চুরির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
আজ বুধবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনার পর পুলিশ ওই তরুণীকে থানায় নিয়েছে। আটক তরুণীর নাম বোন রিফা (২৫)। তাঁর বোনের নাম ইমা খাতুন (৩০)।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এটি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্য দিনের ঘটনা।
আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপস্থিত জনতা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রোগীরা টিকিট কাটতে ও ওষুধ নিতে লাইনে দাঁড়ায়। এর মধ্যে চারজনের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সেখানে চুরি করার সময় ওই নারীকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর বোন পালিয়ে যায়।
ঘটনাস্থলে কলেজ পাড়ার এলাকার তানিয়া খাতুনের ২ হাজার ৬০০ টাকা, বিদ্যাধরপুর গ্রামের জারেকা ১ হাজার ৫০০ টাকা, শাপলা খাতুনের ২ হাজার ৯০০ টাকা চুরি গেছে বলে দাবি করেছেন।
আটক তরুণী রিফা বলেন, ‘ঈদের আগে বোনের বাড়িতে এসেছিলাম। আমার পেটে বাচ্চা। তাই বোন আমাকে বলল মেডিকেলে যাওয়ার জন্য। আমি তাঁর সঙ্গে এসেছিলাম। ধরা পড়ার পর আমাকে ফেলে রেখে পালিয়েছে। আমার বোন এখানে কালিগঞ্জ বেদে পল্লিতে থাকে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইউনুচ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী থানায় রয়েছে। তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর সঙ্গে বড় বোন ছিলেন। তিনি পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৮ ঘণ্টা আগে