কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে একই দিনে তিন ব্যক্তিকে চিরকুট পাঠিয়েছে কে বা কারা। এ ঘটনায় আজ শুক্রবার রবিউল ইসলাম নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) এ চিরকুট পান ভুক্তভোগীরা।
কোটচাঁদপুর থানার পরিদর্শক সৈয়দ আল-মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এটা তেমন কোনো চাঁদা চাওয়ার মতো ঘটনা না। নিজের ছেলেসহ আরও কয়েকজন ছাদে খেলাধুলা করে। এটা ওই ধরনের ছেলেরা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা খুব কাঁচা হাতের লেখা। চিঠি পড়ে তেমন মনে হয়েছে। রাতে ঘটনাস্থলে যাব। দেখি প্রকৃত পক্ষে কি ঘটেছে।’
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে আমার ছেলের বউ সোনিয়া খাতুন বাড়ির উঠানে কাজ করার সময় ভ্যানের ওপর ভাঁজ করা চিঠিটি দেখতে পান। তাতে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই চিঠিতে।
একই দিন সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী আবুল কাশেমের বাড়ির ছাদে কাপড় দিতে যান সোনিয়া খাতুন। ওখানেও ভাঁজ করা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
বেলা ১১টায় জাকির হোসেন ওরফে সুমনের মা রুবিনা খাতুন নিজ ছাদে একই রকম কাগজে লেখা চিরকুট পান। ওই চিরকুটে সুমনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি বলেন, তিনটি চিঠিতে লেখা ছিল, আগামী ২০ তারিখের মধ্যে ওই চাঁদার টাকা পরিশোধ করার কথা। তবে কোথায় কখন এ টাকা দিতে হবে, তা পরবর্তী চিঠি দিয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অপর ভুক্তভোগী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে কে কেন এ ধরনের চিঠি দিল বুঝতে পারছি না।’

চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে একই দিনে তিন ব্যক্তিকে চিরকুট পাঠিয়েছে কে বা কারা। এ ঘটনায় আজ শুক্রবার রবিউল ইসলাম নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) এ চিরকুট পান ভুক্তভোগীরা।
কোটচাঁদপুর থানার পরিদর্শক সৈয়দ আল-মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এটা তেমন কোনো চাঁদা চাওয়ার মতো ঘটনা না। নিজের ছেলেসহ আরও কয়েকজন ছাদে খেলাধুলা করে। এটা ওই ধরনের ছেলেরা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা খুব কাঁচা হাতের লেখা। চিঠি পড়ে তেমন মনে হয়েছে। রাতে ঘটনাস্থলে যাব। দেখি প্রকৃত পক্ষে কি ঘটেছে।’
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে আমার ছেলের বউ সোনিয়া খাতুন বাড়ির উঠানে কাজ করার সময় ভ্যানের ওপর ভাঁজ করা চিঠিটি দেখতে পান। তাতে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই চিঠিতে।
একই দিন সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী আবুল কাশেমের বাড়ির ছাদে কাপড় দিতে যান সোনিয়া খাতুন। ওখানেও ভাঁজ করা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
বেলা ১১টায় জাকির হোসেন ওরফে সুমনের মা রুবিনা খাতুন নিজ ছাদে একই রকম কাগজে লেখা চিরকুট পান। ওই চিরকুটে সুমনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি বলেন, তিনটি চিঠিতে লেখা ছিল, আগামী ২০ তারিখের মধ্যে ওই চাঁদার টাকা পরিশোধ করার কথা। তবে কোথায় কখন এ টাকা দিতে হবে, তা পরবর্তী চিঠি দিয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অপর ভুক্তভোগী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে কে কেন এ ধরনের চিঠি দিল বুঝতে পারছি না।’

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে