কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

একটি খেজুরগাছের ২২ মাথা। ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লিতে এমনই এক গাছের সন্ধান মিলেছে।
কোটচাঁদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বহরমপুর গ্রামের অবস্থান। গ্রামটির পাশ দিয়ে চলে গেছে ‘আমেরিকান’ সড়ক। সড়কের পাশের মাঠে জন্মেছে অস্বাভাবিক সেই ২২ মাথার খেজুরগাছ।
গাছটির খবর এখন এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। অনেকেই গাছটি একনজর দেখতে ছুটে আসেন কোটচাঁদপুরের ওই গ্রামে।
গাছটির মালিক ওই গ্রামের সলেমান মুন্সি। তিনি বলেন, ‘খেজুরগাছটি আমার বাবা আবু তালেব মুন্সি লাগিয়েছিলেন। পাশে আরও খেজুরগাছ ছিল। এসব খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হতো। অন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে অস্বাভাবিক এই গাছটি রেখে দেওয়া হয়েছে।’
সলেমান মুন্সি আরও বলেন, ‘গাছটির বয়স প্রায় ৩০ বছর। গাছটি এখন এলাকার মানুষের বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।’
উপজেলার বহরমপুর গ্রামের কৃষক জুয়েল জানান, গাছটিতে অতিরিক্ত সাপ থাকত। এ কারণে গাছটি থেকে রস সংগ্রহ করা হতো না। সাপের ভয়ে গাছ থেকে খেজুর পাড়া হতো না।
ওই গ্রামে ঢাকা থেকে বেড়াতে আসা শিপন বলেন, ‘এটি একটি বিরল গাছ। ব্যতিক্রমী নিদর্শন। এই গ্রামে এলে একবার হলেও গাছটি দেখতে যাই। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে গাছটি দেখতে আসেন।’
শিপন আরও বলেন, ‘খেজুরগাছটি দেখে মনে হয়, কোনো শিল্পী বুঝি নিপুণ হাতে গাছে মাথাগুলো বসিয়ে দিয়েছেন। অবাক করার বিষয়, গাছটির মূলের চেয়ে ২২ গুণ মাথা নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি।’
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী বলেন, এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে। এ ক্ষেত্রে সেটিই ঘটেছে। তবে এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়।

একটি খেজুরগাছের ২২ মাথা। ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লিতে এমনই এক গাছের সন্ধান মিলেছে।
কোটচাঁদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বহরমপুর গ্রামের অবস্থান। গ্রামটির পাশ দিয়ে চলে গেছে ‘আমেরিকান’ সড়ক। সড়কের পাশের মাঠে জন্মেছে অস্বাভাবিক সেই ২২ মাথার খেজুরগাছ।
গাছটির খবর এখন এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। অনেকেই গাছটি একনজর দেখতে ছুটে আসেন কোটচাঁদপুরের ওই গ্রামে।
গাছটির মালিক ওই গ্রামের সলেমান মুন্সি। তিনি বলেন, ‘খেজুরগাছটি আমার বাবা আবু তালেব মুন্সি লাগিয়েছিলেন। পাশে আরও খেজুরগাছ ছিল। এসব খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হতো। অন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে অস্বাভাবিক এই গাছটি রেখে দেওয়া হয়েছে।’
সলেমান মুন্সি আরও বলেন, ‘গাছটির বয়স প্রায় ৩০ বছর। গাছটি এখন এলাকার মানুষের বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।’
উপজেলার বহরমপুর গ্রামের কৃষক জুয়েল জানান, গাছটিতে অতিরিক্ত সাপ থাকত। এ কারণে গাছটি থেকে রস সংগ্রহ করা হতো না। সাপের ভয়ে গাছ থেকে খেজুর পাড়া হতো না।
ওই গ্রামে ঢাকা থেকে বেড়াতে আসা শিপন বলেন, ‘এটি একটি বিরল গাছ। ব্যতিক্রমী নিদর্শন। এই গ্রামে এলে একবার হলেও গাছটি দেখতে যাই। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে গাছটি দেখতে আসেন।’
শিপন আরও বলেন, ‘খেজুরগাছটি দেখে মনে হয়, কোনো শিল্পী বুঝি নিপুণ হাতে গাছে মাথাগুলো বসিয়ে দিয়েছেন। অবাক করার বিষয়, গাছটির মূলের চেয়ে ২২ গুণ মাথা নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি।’
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী বলেন, এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে। এ ক্ষেত্রে সেটিই ঘটেছে। তবে এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
২ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে