ঝিনাইদহ প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। সরকার তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।’
আজ শনিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘গত আড়াই মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে।’
তিনি বলেন, ‘একাত্তরে রক্ত দিয়েছি, নব্বইয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মনের মতো রাষ্ট্র সাজাতে চাই।’
গণঅধিকারের সভাপতি আরও বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুণে ধরা ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা মেরামত করাতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোনো তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরের জালিম শাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই–এক বছর ক্ষমতায় থাকে তা–ও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকে জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।’
প্রভাষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, অ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। সরকার তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।’
আজ শনিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘গত আড়াই মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে।’
তিনি বলেন, ‘একাত্তরে রক্ত দিয়েছি, নব্বইয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মনের মতো রাষ্ট্র সাজাতে চাই।’
গণঅধিকারের সভাপতি আরও বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুণে ধরা ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা মেরামত করাতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোনো তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরের জালিম শাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই–এক বছর ক্ষমতায় থাকে তা–ও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকে জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।’
প্রভাষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, অ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে