ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে।
এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’
স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’
স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে।
এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’
স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’
স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে