কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

নোটিশ পাওয়ার ১১ দিন পার হলেও এখনো অপসারণ করা হয়নি কোটচাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা। অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবননগর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের কোটচাঁদপুর অংশে সওজের জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে দোকানপাট, আমবাজার, হোটেল, স মিল, রাইস মিলসহ একাধিক স্থাপনা। এসব স্থাপনায় নেওয়া হয়েছে অগ্রিম লাখ লাখ টাকা, প্রতি মাসে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের ভাড়া।
বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১৪ মে (বুধবার) ঘটনাস্থল পরিদর্শনে যান সওজের ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আহসান উল কবির, কার্যসহকারী মাসুদ রানা ও সার্ভেয়ার সোহেল রানা। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন কোটচাঁদপুর থানার পিএসআই হাসান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং আমবাজারের একাংশ দোকানি।
পরিদর্শন শেষে অবৈধ স্থাপনার মালিকদের সাত দিনের নোটিশ দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে নির্ধারিত সময় পার হলেও এখনো সরিয়ে নেওয়া হয়নি একটিও অবৈধ স্থাপনা। এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, নোটিশ পাওয়ার পর থেকেই দখলদারেরা বলছেন, সব ম্যানেজ হয়ে গেছে, কিছু হবে না। এখন নাকি স্থাপনা রাখার জন্য তদবিরও শুরু করেছেন তারা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘আপনারা জানেন, জেলার অনেক জায়গায় আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি। কোটচাঁদপুরেও অভিযান চালানো হবে। ওরা যদি স্বেচ্ছায় সরিয়ে নেয়, ভালো। না হলে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশ পাওয়ার ১১ দিন পার হলেও এখনো অপসারণ করা হয়নি কোটচাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা। অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবননগর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের কোটচাঁদপুর অংশে সওজের জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে দোকানপাট, আমবাজার, হোটেল, স মিল, রাইস মিলসহ একাধিক স্থাপনা। এসব স্থাপনায় নেওয়া হয়েছে অগ্রিম লাখ লাখ টাকা, প্রতি মাসে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের ভাড়া।
বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১৪ মে (বুধবার) ঘটনাস্থল পরিদর্শনে যান সওজের ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আহসান উল কবির, কার্যসহকারী মাসুদ রানা ও সার্ভেয়ার সোহেল রানা। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন কোটচাঁদপুর থানার পিএসআই হাসান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং আমবাজারের একাংশ দোকানি।
পরিদর্শন শেষে অবৈধ স্থাপনার মালিকদের সাত দিনের নোটিশ দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে নির্ধারিত সময় পার হলেও এখনো সরিয়ে নেওয়া হয়নি একটিও অবৈধ স্থাপনা। এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, নোটিশ পাওয়ার পর থেকেই দখলদারেরা বলছেন, সব ম্যানেজ হয়ে গেছে, কিছু হবে না। এখন নাকি স্থাপনা রাখার জন্য তদবিরও শুরু করেছেন তারা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘আপনারা জানেন, জেলার অনেক জায়গায় আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি। কোটচাঁদপুরেও অভিযান চালানো হবে। ওরা যদি স্বেচ্ছায় সরিয়ে নেয়, ভালো। না হলে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৭ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২০ মিনিট আগে