নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারী, এক শিশুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় নাগরিক শংকর অধিকারী (৩৯) বাংলাদেশি দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় টহল দল তাদের আটক করে।
আটক শংকর অধিকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৬ মাসের ভিসায় বাংলাদেশে আসার পর বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে এক কিশোরীকে (১৩) বিয়ে করে ভারত চলে যান। সম্প্রতি আবার বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোরী, পাশের বাড়ি যুথিকা হালদার (২৯) ও যুথিকার ১০ বছরের ছেলেকে ভারতে পাচারের পরিকল্পনা করেন।
পাচারচেষ্টার বিষয়ে দুই নারী জানায়, শংকর অধিকারী বেড়ানোর কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। পাচারের বিষয়টি তারা জানতেন না।
জিজ্ঞাসাবাদে শংকর জানান, পাচারের জন্য বাংলাদেশি দালাল আনোয়ারের সঙ্গে তাঁর ৪৭ হাজার টাকার চুক্তি হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়াল উদ্ধার করা হয়।
আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় এবং দুই নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারী, এক শিশুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় নাগরিক শংকর অধিকারী (৩৯) বাংলাদেশি দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় টহল দল তাদের আটক করে।
আটক শংকর অধিকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৬ মাসের ভিসায় বাংলাদেশে আসার পর বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে এক কিশোরীকে (১৩) বিয়ে করে ভারত চলে যান। সম্প্রতি আবার বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোরী, পাশের বাড়ি যুথিকা হালদার (২৯) ও যুথিকার ১০ বছরের ছেলেকে ভারতে পাচারের পরিকল্পনা করেন।
পাচারচেষ্টার বিষয়ে দুই নারী জানায়, শংকর অধিকারী বেড়ানোর কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। পাচারের বিষয়টি তারা জানতেন না।
জিজ্ঞাসাবাদে শংকর জানান, পাচারের জন্য বাংলাদেশি দালাল আনোয়ারের সঙ্গে তাঁর ৪৭ হাজার টাকার চুক্তি হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়াল উদ্ধার করা হয়।
আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় এবং দুই নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৬ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৯ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪১ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে