Ajker Patrika

বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্য নাতির ছেলে মিরাজুল ইসলাম সায়মন সঙ্গে ছিলেন।

আজ সোমবার সকাল ৯ টা-১১টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন, মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

বিজিবি’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্ম নেন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাঁকে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে বিজিবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো শ্রদ্ধা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত