মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।

যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে