বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিলেন। ধারনা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নূর ইসলাম যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যাত্রী মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান। ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।’
এদিকে নূর ইসলামের বিষয়টি ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ পুলিশকে অবগত করে। পরে বাংলাদেশ পুলিশ নিহতের স্বজনদের খবর দিলে তাঁরা এসে লাশ নিয়ে যায়।
ভারতগামী বাংলাদেশিরা যাত্রীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এ সময় কেউ অসুস্থ হলেও বাইরে যাওয়ার সুযোগ থাকে না। এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁরা দুই দেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এর আগে, ২০২২ সালের ৮ নভেম্বর বেনাপোল সীমান্তে দীর্ঘলাইনে অসুস্থ হয়ে মারা যায় বিপ্লবী দাস। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ফুল বাগান এলাকার রবিতোষের স্ত্রী।
২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম (৪৮) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি ঢাকার দক্ষিণ খান এলাকার মো. জহিরুল হকের ছেলে।
২০১৯ সালের ২ মে বেনাপোল চেকপোস্টে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দেবেন্দ্র চন্দ্র দাস (৫০) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মারা গেছেন। দেবেন্দ্র চন্দ্র দাস নারায়ণগঞ্জ জেলার ৪২৫/৯ ডিপি রোড এলাকার মৃত শশী চন্দ্র দাসের ছেলে।

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিলেন। ধারনা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নূর ইসলাম যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যাত্রী মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান। ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।’
এদিকে নূর ইসলামের বিষয়টি ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ পুলিশকে অবগত করে। পরে বাংলাদেশ পুলিশ নিহতের স্বজনদের খবর দিলে তাঁরা এসে লাশ নিয়ে যায়।
ভারতগামী বাংলাদেশিরা যাত্রীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এ সময় কেউ অসুস্থ হলেও বাইরে যাওয়ার সুযোগ থাকে না। এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁরা দুই দেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এর আগে, ২০২২ সালের ৮ নভেম্বর বেনাপোল সীমান্তে দীর্ঘলাইনে অসুস্থ হয়ে মারা যায় বিপ্লবী দাস। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ফুল বাগান এলাকার রবিতোষের স্ত্রী।
২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম (৪৮) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি ঢাকার দক্ষিণ খান এলাকার মো. জহিরুল হকের ছেলে।
২০১৯ সালের ২ মে বেনাপোল চেকপোস্টে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দেবেন্দ্র চন্দ্র দাস (৫০) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মারা গেছেন। দেবেন্দ্র চন্দ্র দাস নারায়ণগঞ্জ জেলার ৪২৫/৯ ডিপি রোড এলাকার মৃত শশী চন্দ্র দাসের ছেলে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে