প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

জনবল সংকটে যশোরের ঝিকরগাছা মৎস্য কার্যালয়টি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। ছয়জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে কার্যালয়টিতে দুজন কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন কর্মকর্তা সংকট থাকায় কার্যালয়টির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কার্যালয়টির নিজস্ব কোনো স্থাপনা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদেরও ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা মৎস্য কার্যালয়ের হিসাব মতে, কার্যালয়টিতে একজন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, কার্যালয় সহকারী ও কার্যালয় সহায়কের একটি করে পদ রয়েছে। এ ছয়টি পদের মধ্যে কার্যালয়টিতে কর্মরত আছেন একজন ক্ষেত্র সহকারী ও কার্যালয় সহায়ক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে জেলার মণিরামপুরের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এ দিকে দীর্ঘদিন জনবল সংকট থাকায় কার্যালয়টির সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। উপজেলার কীর্তিপুর গ্রামের মৎস্যচাষি এনামুল হক বলেন, একটি পরামর্শের জন্য একাধিক বার কার্যালয়ে গিয়েও কর্মকর্তার সঙ্গে দেখা হয়নি। কর্মকর্তা না থাকায় মৎস্যচাষিরা ভোগান্তিতে আছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষিবিদ রিপন কুমার ঘোষ বলেন, আমার মূল পেস্টিং মণিরামপুর কার্যালয়ে। এ কার্যালয়ে কাজের জন্য মাঝে মধ্যে আসি।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কৃষিবিদ আনিছুর রহমান বলেন, জনবল চেয়ে একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। জনবল ও নিজস্ব কার্যালয়ের জন্য স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। শিগগিরই কিছু জনবল পাওয়ার যাবে।

জনবল সংকটে যশোরের ঝিকরগাছা মৎস্য কার্যালয়টি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। ছয়জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে কার্যালয়টিতে দুজন কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন কর্মকর্তা সংকট থাকায় কার্যালয়টির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কার্যালয়টির নিজস্ব কোনো স্থাপনা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদেরও ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা মৎস্য কার্যালয়ের হিসাব মতে, কার্যালয়টিতে একজন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, কার্যালয় সহকারী ও কার্যালয় সহায়কের একটি করে পদ রয়েছে। এ ছয়টি পদের মধ্যে কার্যালয়টিতে কর্মরত আছেন একজন ক্ষেত্র সহকারী ও কার্যালয় সহায়ক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে জেলার মণিরামপুরের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এ দিকে দীর্ঘদিন জনবল সংকট থাকায় কার্যালয়টির সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। উপজেলার কীর্তিপুর গ্রামের মৎস্যচাষি এনামুল হক বলেন, একটি পরামর্শের জন্য একাধিক বার কার্যালয়ে গিয়েও কর্মকর্তার সঙ্গে দেখা হয়নি। কর্মকর্তা না থাকায় মৎস্যচাষিরা ভোগান্তিতে আছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষিবিদ রিপন কুমার ঘোষ বলেন, আমার মূল পেস্টিং মণিরামপুর কার্যালয়ে। এ কার্যালয়ে কাজের জন্য মাঝে মধ্যে আসি।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কৃষিবিদ আনিছুর রহমান বলেন, জনবল চেয়ে একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। জনবল ও নিজস্ব কার্যালয়ের জন্য স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। শিগগিরই কিছু জনবল পাওয়ার যাবে।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩২ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৬ মিনিট আগে