বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তাঁরা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।
দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাঁদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে যান তাঁরা।
যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
তবে ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তাঁরা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা ভারতে ঢুকতে পারেননি।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাঁদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনভক্ত ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।

জানা যায়, সম্প্রতি দেশদ্রোহি মামলায় গ্রেপ্তার হন সাবেক ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনা ঘটে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ঘিরে ভারতের বিভিন্ন উগ্র সংগঠন বাংলাদেশিদের ভিসা, চিকিৎসাসেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬টি ট্রাক বিভিন্ন পণ্য আমদানি ও ১৬২টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছেন ৫ হাজার ৩৫৭ জন। বাণিজ্য ও ভ্রমণ স্বাভাবিক আছে।

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তাঁরা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।
দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাঁদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে যান তাঁরা।
যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
তবে ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তাঁরা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা ভারতে ঢুকতে পারেননি।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাঁদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনভক্ত ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।

জানা যায়, সম্প্রতি দেশদ্রোহি মামলায় গ্রেপ্তার হন সাবেক ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনা ঘটে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ঘিরে ভারতের বিভিন্ন উগ্র সংগঠন বাংলাদেশিদের ভিসা, চিকিৎসাসেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬টি ট্রাক বিভিন্ন পণ্য আমদানি ও ১৬২টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছেন ৫ হাজার ৩৫৭ জন। বাণিজ্য ও ভ্রমণ স্বাভাবিক আছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
১৯ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে