যশোর প্রতিনিধি

ভারতে পাচারের শিকার নয় বাংলাদেশি নারীকে উদ্ধারের পর দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁদের হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবন্য গুডুর ও রিসানা সোনাভান।
বাংলাদেশের পক্ষে সারভাইভারদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, আবু হাসনাত, জাস্টিস অ্যান্ড কেয়ারের আরিফা আক্তার।
তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবাসন করা নারীরা এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে পাঠায়। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সারভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে পাঠানো হলো।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, প্রত্যাবসিত নারীরা পাচারের শিকার হয়েছিলেন। তাঁদের বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাঁদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।
রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সারভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।
ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায়।

ভারতে পাচারের শিকার নয় বাংলাদেশি নারীকে উদ্ধারের পর দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁদের হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবন্য গুডুর ও রিসানা সোনাভান।
বাংলাদেশের পক্ষে সারভাইভারদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, আবু হাসনাত, জাস্টিস অ্যান্ড কেয়ারের আরিফা আক্তার।
তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবাসন করা নারীরা এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে পাঠায়। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সারভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে পাঠানো হলো।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, প্রত্যাবসিত নারীরা পাচারের শিকার হয়েছিলেন। তাঁদের বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাঁদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।
রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সারভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।
ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায়।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৭ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে