Ajker Patrika

যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৯ জন

যশোর প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭: ৩৫
যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৯ জন

যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজন মারা গেছে। এ ছাড়া জেলায় এক দিনে ১৯ জন আক্রান্ত হয়েছে। 

সাবু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন। 

সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘সাবু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে গতকাল তাঁকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তাঁর।’ 

যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে। 

যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।’ 

এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি বের করে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে র‍্যালি শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত