যশোর প্রতিনিধি

যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজন মারা গেছে। এ ছাড়া জেলায় এক দিনে ১৯ জন আক্রান্ত হয়েছে।
সাবু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।
সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘সাবু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে গতকাল তাঁকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তাঁর।’
যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।’
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে র্যালি শেষ হয়।

যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজন মারা গেছে। এ ছাড়া জেলায় এক দিনে ১৯ জন আক্রান্ত হয়েছে।
সাবু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।
সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘সাবু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে গতকাল তাঁকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তাঁর।’
যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।’
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে র্যালি শেষ হয়।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে