যশোর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’
আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’
ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’
আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’
ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে