সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছেন মেসি ভক্তরা। আজ শুক্রবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পৌরসভার আরামনগর বাজার এলাকার জিকে প্লাজা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাজধানীর তেজগাঁও কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে র্যালি করেছিলেন। এছাড়া প্রতিটি খেলায় আর্জেন্টিনা দলের সমর্থকদের মাঝে খাবার পরিবেশনও করেছিলেন বলে জানা গেছে।
শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক ছাড়াও কয়েকজন ব্রাজিল সমর্থকও অংশ নেন। ব্রাজিল সমর্থক সোহাগ ও আবির জানান, তাঁরা ব্রাজিল দলের সমর্থক। তবে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে তাঁরা আনন্দিত। আর এ আনন্দ ভাগ করে নিতে তাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা দলের সমর্থক রুবেল বলেন, ‘আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এতে সরিষাবাড়ীর সকলেই প্রায় খুশি হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে মেসি ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া।’
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষি প্রযুক্তি সরবরাহ করবে। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়া দুধ, রসুন আমদানি করা সহজ হবে। বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক রপ্তানি করা যাবে। ফলে এ দেশ অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হবে।’
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছেন মেসি ভক্তরা। আজ শুক্রবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পৌরসভার আরামনগর বাজার এলাকার জিকে প্লাজা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাজধানীর তেজগাঁও কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে র্যালি করেছিলেন। এছাড়া প্রতিটি খেলায় আর্জেন্টিনা দলের সমর্থকদের মাঝে খাবার পরিবেশনও করেছিলেন বলে জানা গেছে।
শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক ছাড়াও কয়েকজন ব্রাজিল সমর্থকও অংশ নেন। ব্রাজিল সমর্থক সোহাগ ও আবির জানান, তাঁরা ব্রাজিল দলের সমর্থক। তবে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে তাঁরা আনন্দিত। আর এ আনন্দ ভাগ করে নিতে তাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা দলের সমর্থক রুবেল বলেন, ‘আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এতে সরিষাবাড়ীর সকলেই প্রায় খুশি হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে মেসি ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া।’
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষি প্রযুক্তি সরবরাহ করবে। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়া দুধ, রসুন আমদানি করা সহজ হবে। বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক রপ্তানি করা যাবে। ফলে এ দেশ অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হবে।’
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
১৬ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
২১ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে