সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাহিদ হাসান শান্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিজেদের গাছ থেকে ডাব পেড়ে খায়। এর কয়েক দিন পর পাশের বাড়ির হাবলু মিয়ার বাড়ি থেকে সেচ পাম্প চুরি হয়। তখন প্রতিবেশী হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা বেগম শান্তকে ডাব চোর বলে অপবাদ দেয় এবং গালমন্দ করে। পরের দিন শনিবার এ বিষয় নিয়ে একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দেয়। এমন অপমান আর চুরির অপবাদ সইতে না পেরে গতকাল সোমবার বিকেলে নিজ বসতঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে নাহিদ।
নিহত শান্তর মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেদের গাছের ডাব পেড়ে খেয়েছে। এতে তো সে কোনো অন্যায় করেনি। কিন্তু হাবলুর বাড়িতে মোটর চুরি হয়েছে। শান্তকে তারা সন্দেহ করে বকাবকি করেছে। এ নিয়ে তার বাবাকেও অপমান করা হয়েছে। এই অপমান সইতে না পেরে তার শান্ত আত্মহত্যা করে।
অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সঙ্গে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে ওঠায় দুর্ঘটনা হতে পারত বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, সোমবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাহিদ হাসান শান্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিজেদের গাছ থেকে ডাব পেড়ে খায়। এর কয়েক দিন পর পাশের বাড়ির হাবলু মিয়ার বাড়ি থেকে সেচ পাম্প চুরি হয়। তখন প্রতিবেশী হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা বেগম শান্তকে ডাব চোর বলে অপবাদ দেয় এবং গালমন্দ করে। পরের দিন শনিবার এ বিষয় নিয়ে একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দেয়। এমন অপমান আর চুরির অপবাদ সইতে না পেরে গতকাল সোমবার বিকেলে নিজ বসতঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে নাহিদ।
নিহত শান্তর মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেদের গাছের ডাব পেড়ে খেয়েছে। এতে তো সে কোনো অন্যায় করেনি। কিন্তু হাবলুর বাড়িতে মোটর চুরি হয়েছে। শান্তকে তারা সন্দেহ করে বকাবকি করেছে। এ নিয়ে তার বাবাকেও অপমান করা হয়েছে। এই অপমান সইতে না পেরে তার শান্ত আত্মহত্যা করে।
অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সঙ্গে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে ওঠায় দুর্ঘটনা হতে পারত বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, সোমবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১ ঘণ্টা আগে