মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ (২১)। গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা শহরের একটি মেস থেকে তাঁকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা-পুলিশ।
আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।
নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছি। তাঁর বাবার কাছে কিছুদিন আগে মোবাইল ফোনে দিয়ে টাকা কিছু টাকা চেয়েছিল। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। তা ছাড়া অন্য কিছু না।’
শাহ কামাল আকন্দ বলেন, ‘ছেলেটি মূলত বাবা-মার সাথে অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাঁকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। পরবর্তীতে শিব্বিরে মোবাইল ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তাঁর সন্ধান মেলে।’
এর আগে, শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ গত শুক্রবার সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুর আসছে বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এ ঘটনায় ওই দিন শুক্রবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খুঁজতে থাকে।
স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ (২১)। গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা শহরের একটি মেস থেকে তাঁকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা-পুলিশ।
আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।
নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছি। তাঁর বাবার কাছে কিছুদিন আগে মোবাইল ফোনে দিয়ে টাকা কিছু টাকা চেয়েছিল। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। তা ছাড়া অন্য কিছু না।’
শাহ কামাল আকন্দ বলেন, ‘ছেলেটি মূলত বাবা-মার সাথে অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাঁকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। পরবর্তীতে শিব্বিরে মোবাইল ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তাঁর সন্ধান মেলে।’
এর আগে, শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ গত শুক্রবার সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুর আসছে বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এ ঘটনায় ওই দিন শুক্রবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খুঁজতে থাকে।
স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
৩১ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে