জামালপুর ও বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় এ সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের বাড়ি বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকায় যান ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা নাদিমের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে নাদিমের কবর জিয়ারত করেন। বেলা ১টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সমাবেশে আরও বক্তব্য দেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশারফ হোসেন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম হুসাইন শাহীদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের বুদ্ধিজীবীদের আল বদর, রাজাকাররা যেভাবে পিটিয়ে, চোখ তুলে হত্যা করেছে, সেভাবেই নাদিমকে হত্যা করা হয়েছে। সেই একাত্তরের রাজাকার-আলবদরের প্রেতাত্মারা নাদিমকে হত্যা করেছে। প্রকৃত নির্দেশ ও হুমকিদাতাদের নাম অন্তর্ভুক্ত করে নাদিম হত্যার বিচার শুরু করতে হবে।
বক্তারা আরও বলেন, ‘নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামির গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে মদদদাতা, অর্থ দাতাসহ এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছে, সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।’
প্রসঙ্গত, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রাতে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান বাবু, তাঁর ছেলে রিফাতসহ ২২ জনের নামে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁছজন এজাহারভুক্ত আসামি রয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় এ সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের বাড়ি বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকায় যান ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা নাদিমের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে নাদিমের কবর জিয়ারত করেন। বেলা ১টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সমাবেশে আরও বক্তব্য দেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশারফ হোসেন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম হুসাইন শাহীদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের বুদ্ধিজীবীদের আল বদর, রাজাকাররা যেভাবে পিটিয়ে, চোখ তুলে হত্যা করেছে, সেভাবেই নাদিমকে হত্যা করা হয়েছে। সেই একাত্তরের রাজাকার-আলবদরের প্রেতাত্মারা নাদিমকে হত্যা করেছে। প্রকৃত নির্দেশ ও হুমকিদাতাদের নাম অন্তর্ভুক্ত করে নাদিম হত্যার বিচার শুরু করতে হবে।
বক্তারা আরও বলেন, ‘নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামির গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে মদদদাতা, অর্থ দাতাসহ এ হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছে, সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।’
প্রসঙ্গত, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রাতে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান বাবু, তাঁর ছেলে রিফাতসহ ২২ জনের নামে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁছজন এজাহারভুক্ত আসামি রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে