মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে মেলান্দহে দুই বন্ধু রেললাইনে বসে অনলাইনে গেম খেলছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের কাটা পড়ে দুজনেই নিহত হন। আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দুরমুট ইউনিয়নের রুকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
নিহতেরা হলেন মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। মজিবর রুকানাই এলাকার শাহেদ মিয়ার ছেলে। শাকিল একই এলাকার শাহাবুদ্দীন মাক্কুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে রুকানাই রেললাইনের ওপর একই চাদর দুই বন্ধু গায়ে দিয়ে ফ্রি ফায়ার নামের অনলাইন গেম খেলছিলেন। ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে শাকিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। মজিবরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হন।
নিহতদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’
মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকী বলেন, ‘দুজন মিলে রেললাইনে বসে ফ্রি ফায়ার খেলছিলেন। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে দুজনেরই মৃত্যু হয়েছে।’

জামালপুরে মেলান্দহে দুই বন্ধু রেললাইনে বসে অনলাইনে গেম খেলছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের কাটা পড়ে দুজনেই নিহত হন। আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দুরমুট ইউনিয়নের রুকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
নিহতেরা হলেন মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। মজিবর রুকানাই এলাকার শাহেদ মিয়ার ছেলে। শাকিল একই এলাকার শাহাবুদ্দীন মাক্কুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে রুকানাই রেললাইনের ওপর একই চাদর দুই বন্ধু গায়ে দিয়ে ফ্রি ফায়ার নামের অনলাইন গেম খেলছিলেন। ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে শাকিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। মজিবরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হন।
নিহতদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’
মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকী বলেন, ‘দুজন মিলে রেললাইনে বসে ফ্রি ফায়ার খেলছিলেন। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে দুজনেরই মৃত্যু হয়েছে।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪১ মিনিট আগে