Ajker Patrika

শ্বশুরবাড়িতে ঝুলছিল যুবকের লাশ, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৭
শ্বশুরবাড়িতে ঝুলছিল যুবকের লাশ, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির শুক্কুর (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নাঈমের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

এলাকাবাসী জানায়, ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন নাঈম ফকির শুক্কুর। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না।

নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, ‘গতকাল সন্ধ্যায় বেড়ানোর কথা বলে ছেলের বউ নাঈমকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। আগেও তাকে হত্যার চেষ্টা করেছে। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই।’

এ ঘটনায় নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত