মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে চুরির অপবাদ সইতে না পেরে শাকিব তালুকদার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে পৌর শহরের গাবেরগ্রাম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
ওই এলাকার সাজ্জাত তালুকদারের ছেলে শাকিব। তাঁর স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২৫ মে পিকআপ ভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দেন তারই আপন চাচা শাহজাদা তালুকদার। এ নিয়ে শাহজাদা তালুকদারের ভাতিজা নাকিব তালুকদার, নয়ন তালুকদার ও রাসেল তালুকদার তাঁকে পুলিশে দেওয়ার হুমকি ও থানায় মামলা হয়েছে বলে ভয়ভীতি দেখান। এতে তিনি আতঙ্কিত হয়ে ২৬ মে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যান। পরে কোনো কাজ না পেয়ে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন। ফিরে আসার পর আবার তাঁকে নানান রকম হুমকি ও চুরির মিথ্যা অপবাদ দেন শাহজাদা তালুকদারের ঘনিষ্ঠ বালিজুড়ী নামাপাড়া এলাকার সালাম ব্যাপারির ছেলে কবির। এতে অপমানিত ও ভয় পেয়ে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাকিব। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিবের মা ঝর্ণা বেগম বলেন, ‘ব্যাটারি চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে ভয়ভীতি দেখায়। বলে থানায় নাকি অভিযোগ করছে, পুলিশ নাকি যে কোনো সময় তাঁকে ধরবে। চুরির মিথ্যা অপবাদ ও পুলিশে ধরার ভয়ে সে দুনিয়া থেকে চলে গেল। আমি সুষ্ঠু বিচার চাই।’
শাকিবের বোন সাদিয়া তালকুদার বলেন, ‘অভিযুক্তরা আগে থেকেই আমাদের ওপর অত্যাচার করত। হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে এসে দেখি রাসেল তালুকদার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা আমার মা ও বোনকে মারধর করেছে। কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইয়ের ওপর মিথ্যা অভিযোগ এনে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে। এ ঘটনায় আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘খবর পেয়ে আমরা নিহত শাকিবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, নিহতের পরিবার যদি লিখিত অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
চুরির অপবাদ সম্পর্কিত আরও পড়ুন:

জামালপুরের মাদারগঞ্জে চুরির অপবাদ সইতে না পেরে শাকিব তালুকদার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে পৌর শহরের গাবেরগ্রাম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
ওই এলাকার সাজ্জাত তালুকদারের ছেলে শাকিব। তাঁর স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ২৫ মে পিকআপ ভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দেন তারই আপন চাচা শাহজাদা তালুকদার। এ নিয়ে শাহজাদা তালুকদারের ভাতিজা নাকিব তালুকদার, নয়ন তালুকদার ও রাসেল তালুকদার তাঁকে পুলিশে দেওয়ার হুমকি ও থানায় মামলা হয়েছে বলে ভয়ভীতি দেখান। এতে তিনি আতঙ্কিত হয়ে ২৬ মে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যান। পরে কোনো কাজ না পেয়ে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন। ফিরে আসার পর আবার তাঁকে নানান রকম হুমকি ও চুরির মিথ্যা অপবাদ দেন শাহজাদা তালুকদারের ঘনিষ্ঠ বালিজুড়ী নামাপাড়া এলাকার সালাম ব্যাপারির ছেলে কবির। এতে অপমানিত ও ভয় পেয়ে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাকিব। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিবের মা ঝর্ণা বেগম বলেন, ‘ব্যাটারি চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে ভয়ভীতি দেখায়। বলে থানায় নাকি অভিযোগ করছে, পুলিশ নাকি যে কোনো সময় তাঁকে ধরবে। চুরির মিথ্যা অপবাদ ও পুলিশে ধরার ভয়ে সে দুনিয়া থেকে চলে গেল। আমি সুষ্ঠু বিচার চাই।’
শাকিবের বোন সাদিয়া তালকুদার বলেন, ‘অভিযুক্তরা আগে থেকেই আমাদের ওপর অত্যাচার করত। হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে এসে দেখি রাসেল তালুকদার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা আমার মা ও বোনকে মারধর করেছে। কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইয়ের ওপর মিথ্যা অভিযোগ এনে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে। এ ঘটনায় আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘খবর পেয়ে আমরা নিহত শাকিবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, নিহতের পরিবার যদি লিখিত অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
চুরির অপবাদ সম্পর্কিত আরও পড়ুন:

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪৩ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে