Ajker Patrika

হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
মোহাম্মদ শামীম আহমেদ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে দলীয় লিফলেট বিতরণের সময় মোহাম্মদ শামীম আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের করে পুলিশে দিয়েছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। গতকাল শনিবার রাতে শহরের উত্তর শ্যামলী এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে শহরের উত্তর শ্যামলী এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ দলীয় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় শামীম আহমেদ বলছিলেন, ‘আওয়ামী লীগ করি, তো কী হয়েছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না। লিফলেট বিতরণ করবই।’ পরে সদর মডেল থানা-পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, শামীম আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত