হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের এক নার্সের ওপর হামলা ও বাসায় ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের বাসায় এক দুর্বৃত্ত ঢুকে চাকু ঠেকিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা নিয়ে চলে যান। যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। ঘটনার পরদিন সবিতার স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
কিন্তু ঘটনার ২০ দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার শিকার সবিতা রানী বলেন, ‘এমন ঘটনায় আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি, দ্রুত যেন আমার ওপর হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের এক নার্সের ওপর হামলা ও বাসায় ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের বাসায় এক দুর্বৃত্ত ঢুকে চাকু ঠেকিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা নিয়ে চলে যান। যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। ঘটনার পরদিন সবিতার স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
কিন্তু ঘটনার ২০ দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার শিকার সবিতা রানী বলেন, ‘এমন ঘটনায় আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি, দ্রুত যেন আমার ওপর হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
১৯ মিনিট আগে
টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪১ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
১ ঘণ্টা আগে