হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইজিবাইক চালক আতাউর রহমানকে (৫৫) হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আতাউরের মৃত্যু নিশ্চিত করে পুকুর পাড়ে তাঁর লাশ ফেলে রেখে পালিয়ে যায় তাঁরা। পরে তাঁর ইজিবাইকটি ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানা কমপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। এ সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ও পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজ শুক্রবার ভোরে উপজেলার বালিয়াড়ী গ্রাম থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে একই গ্রামের মো. হাবিবুর রহমান রামিমকে (২১) গ্রেপ্তার করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী এই গ্রামের শাকিবকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি ও একটি দা উদ্ধার করে পুলিশ।
চুনারুঘাট থানায় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আতাউর রহমান প্রতিদিনের মতো গত ৭ ফেব্রুয়ারি রাতে বের হন। এ সময় গ্রেপ্তার দুজন শায়েস্তাগঞ্জ দুর্গাপুর গ্রামের রাস্তায় যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন। পথে ৭ নম্বর উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে আতাউর রহমানকে ছুরিকাঘাত করা হয়। এরপর চালকের গলা ও হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে চলে যায় গ্রেপ্তার দুজন। পরে তা শায়েস্তাগঞ্জে নিয়ে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ঘটনার মূলহোতা রামিমের স্বীকারোক্তি অনুযায়ী ও তাঁর দেখানো মতে আফরাজ আফগানের পুকুর থেকে হত্যা ব্যবহৃত দুটি ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। পরে তাঁদেরকে আদালতে সোপর্দ করেন। এ ছাড়া এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের কারণ ও দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। ইজিবাইক চালকের পরিবার থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ী গ্রামে ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বাড়ির পেছনের পুকুর পাড় থেকে ইজিবাইকচালক আতাউর রহমানের গলা ও হাত-পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইজিবাইক চালক আতাউর রহমানকে (৫৫) হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আতাউরের মৃত্যু নিশ্চিত করে পুকুর পাড়ে তাঁর লাশ ফেলে রেখে পালিয়ে যায় তাঁরা। পরে তাঁর ইজিবাইকটি ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানা কমপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। এ সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ও পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজ শুক্রবার ভোরে উপজেলার বালিয়াড়ী গ্রাম থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে একই গ্রামের মো. হাবিবুর রহমান রামিমকে (২১) গ্রেপ্তার করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী এই গ্রামের শাকিবকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি ও একটি দা উদ্ধার করে পুলিশ।
চুনারুঘাট থানায় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আতাউর রহমান প্রতিদিনের মতো গত ৭ ফেব্রুয়ারি রাতে বের হন। এ সময় গ্রেপ্তার দুজন শায়েস্তাগঞ্জ দুর্গাপুর গ্রামের রাস্তায় যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন। পথে ৭ নম্বর উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে আতাউর রহমানকে ছুরিকাঘাত করা হয়। এরপর চালকের গলা ও হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে চলে যায় গ্রেপ্তার দুজন। পরে তা শায়েস্তাগঞ্জে নিয়ে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ঘটনার মূলহোতা রামিমের স্বীকারোক্তি অনুযায়ী ও তাঁর দেখানো মতে আফরাজ আফগানের পুকুর থেকে হত্যা ব্যবহৃত দুটি ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। পরে তাঁদেরকে আদালতে সোপর্দ করেন। এ ছাড়া এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের কারণ ও দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। ইজিবাইক চালকের পরিবার থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ী গ্রামে ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বাড়ির পেছনের পুকুর পাড় থেকে ইজিবাইকচালক আতাউর রহমানের গলা ও হাত-পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪১ মিনিট আগে